বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করল চিন, এখন চিকিৎসা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

- আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার
- / 225
পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসা ব্যবস্থা কি এবার পুরোপুরি পালটে যেতে চলেছে? চিন যেটা করল, সেটা যেন বিজ্ঞানের পাতায় লেখা ভবিষ্যৎ এখন বাস্তবের দরজায়। সম্প্রতি চিন চালু করেছে বিশ্বের প্রথম সম্পূর্ণ এআই-চালিত হাসপাতাল, যেখানে ডাক্তার-নার্স কিংবা টেকনিশিয়ান নেই; আছে শুধুই কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ভার্চুয়াল চিকিৎসক।
প্রাথমিক পর্যায়ে এখানে ১৪ জন এআই ডাক্তার নিয়োজিত, যারা রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনা, ফলোআপ এমনকী বিশ্লেষণ পর্যন্ত করতে পারছে একাই; তাও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে, কোনও বিরতি ছাড়াই!
এখানে ব্যবহৃত এআই প্রযুক্তি প্রশিক্ষণ পেয়েছে ৩০ লাখেরও বেশি ভার্চুয়াল রোগীর তথ্য দিয়ে। ফলে রোগ নির্ণয়ে এদের নির্ভুলতার হার ৯৩.৬ শতাংশ এবং চিকিৎসা পরামর্শের সফলতা ৯৮ শতাংশেরও বেশি।
বিশ্বজুড়ে যেখানে চিকিৎসক সংকট ও হাসপাতালের চাপ বেড়েই চলেছে, সেখানে এমন একটি ব্যবস্থা স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সময় বাঁচবে, খরচ কমবে এবং চিকিৎসা সেবা পৌঁছে যাবে আরও বেশি মানুষের কাছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র স্বাস্থ্য খাতেই নয়, বরং এআই-ভিত্তিক হেলথটেক, ব্লকচেইন এবং ক্রিপ্টো টোকেন প্রযুক্তিতেও নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।
চিনের এই সাহসী পদক্ষেপ আমাদের সামনে এক প্রশ্ন তুলে ধরছে। আগামী দশকে আমাদের ডাক্তার কি হবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? চিকিৎসা কি তাহলে আর শুধু মানুষের হাতে নেই? মানুষ কি একদিন চিকিৎসা ব্যবস্থায় সম্পূর্ণভাবে এআই-এর ওপর নির্ভরশীল হয়ে পড়বে? ‘ডাক্তার’ বলতে আমরা কি আর একজন মানুষের কথা ভাবব না?
প্রযুক্তিই কি হয়ে উঠবে আগামী প্রজন্মের চিকিৎসক? চিনের এই সাহসী পদক্ষেপ আমাদের চিন্তার জগতে মোক্ষম ধাক্কা দিল। হয়তো খুব শিগগিরই আমাদের হাসপাতালগুলোর চেহারা আমূল বদলে যাবে। যেখানে স্টেথোস্কোপ থাকবে সফটওয়্যারের কোডে, আর প্রেসক্রিপশন লিখবে বুদ্ধিমান এলগোরিদম।