০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি’ নিচ্ছে”: স্কাই নিউজে উগ্র হুঁশিয়ারি দিচ্ছেন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্ক: স্কাই নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে, তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া চিহ-চง উ (Wu Chih-chung) জানিয়েছেন, “চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে’”, এবং “তাইওয়ান একা এই মোকাবেলা করতে পারবেনা” ।

 

সাক্ষাৎকারে উ জানান, চলতি বছর চিনা বাহিনীর PLA-র বিমান ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি এবং PLA-র প্রথমবার একই সময়ে পশ্চিমো Pasific-এ দুটি aircraft carrier মোতায়েন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি । তিনি আরও যোগ করেন, “যদি দিন পর দিন চিন চাইলো তাহলে আমাদের ধ্বংস হয়ে যেতে হতে পারে … তবে আমাদের তৈরি করা সেমিকন্ডাক্টর শিল্পের কারণে বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে”।

আরও পড়ুন: ‘বন্ধুত্বের সমাবেশ’: এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল চিন

 

আরও পড়ুন: নাটক-সিনেমায় পিএইচডি করছে চিনের রোবট 

উ’র কথায়, “তাইওয়ান একা চিনের মোকাবিলা করতে পারবে না”—“China is so big, so huge”—এই বিষয়ে তাঁর ঘোষণার মাধ্যমে তাইপেইয়ের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠে । তবে তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালের রকেট সংকটের সময় আমেরিকা তাদের সাহায্য করেছিল; বর্তমানেও যুক্তরাষ্ট্র “মৌলিক স্বার্থ এবং সেমিকন্ডাক্টর শিল্প রক্ষার উদ্দেশ্যে” তাইওয়ানকে সমর্থন করতে চাইছে।

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত চিনের বেশকিছু শহর, ৩০ জনের মৃত্যু-জারি উদ্ধার কাজ

 

অধ্যাপক এবং সাইবার আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বের প্রায় সব আধুনিক প্রযুক্তিতে অপরিহার্য—এ কারণেই “আমেরিকা ও তার বন্ধুরা” চিনা আগ্রাসনের বিরুদ্ধে তাইওয়ানকে অবশ্যই রক্ষা করতে পছন্দ করবে। পরিস্থিতি তাইওয়ান প্রণালীয়ে একটি সংকট, যার প্রভাব বিশ্ব বাণিজ্য ও স্থিতিশীলতার উপর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া ফেলতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি’ নিচ্ছে”: স্কাই নিউজে উগ্র হুঁশিয়ারি দিচ্ছেন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: স্কাই নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে, তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া চিহ-চง উ (Wu Chih-chung) জানিয়েছেন, “চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে’”, এবং “তাইওয়ান একা এই মোকাবেলা করতে পারবেনা” ।

 

সাক্ষাৎকারে উ জানান, চলতি বছর চিনা বাহিনীর PLA-র বিমান ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি এবং PLA-র প্রথমবার একই সময়ে পশ্চিমো Pasific-এ দুটি aircraft carrier মোতায়েন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি । তিনি আরও যোগ করেন, “যদি দিন পর দিন চিন চাইলো তাহলে আমাদের ধ্বংস হয়ে যেতে হতে পারে … তবে আমাদের তৈরি করা সেমিকন্ডাক্টর শিল্পের কারণে বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে”।

আরও পড়ুন: ‘বন্ধুত্বের সমাবেশ’: এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল চিন

 

আরও পড়ুন: নাটক-সিনেমায় পিএইচডি করছে চিনের রোবট 

উ’র কথায়, “তাইওয়ান একা চিনের মোকাবিলা করতে পারবে না”—“China is so big, so huge”—এই বিষয়ে তাঁর ঘোষণার মাধ্যমে তাইপেইয়ের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠে । তবে তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালের রকেট সংকটের সময় আমেরিকা তাদের সাহায্য করেছিল; বর্তমানেও যুক্তরাষ্ট্র “মৌলিক স্বার্থ এবং সেমিকন্ডাক্টর শিল্প রক্ষার উদ্দেশ্যে” তাইওয়ানকে সমর্থন করতে চাইছে।

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত চিনের বেশকিছু শহর, ৩০ জনের মৃত্যু-জারি উদ্ধার কাজ

 

অধ্যাপক এবং সাইবার আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বের প্রায় সব আধুনিক প্রযুক্তিতে অপরিহার্য—এ কারণেই “আমেরিকা ও তার বন্ধুরা” চিনা আগ্রাসনের বিরুদ্ধে তাইওয়ানকে অবশ্যই রক্ষা করতে পছন্দ করবে। পরিস্থিতি তাইওয়ান প্রণালীয়ে একটি সংকট, যার প্রভাব বিশ্ব বাণিজ্য ও স্থিতিশীলতার উপর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া ফেলতে পারে।