China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

- আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- / 34
পুবের কলম, ওয়েব ডেস্ক: সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী (China’s foreign minister)। সোমবার ভারতে আসবেন তিনি। বলা বাহুল্য, যখন ট্রাম্প (Donald Trump) শুল্কবাণে বিদ্ধ করে ভারতকে জর্জরিত করতে চাইছেন, ঠিক তখনই ভারতের পাশে দাঁড়িয়েছে চিন। এই আবহে মসৃণ হচ্ছে ভারত-চিন সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেজিং সফরের আগেই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সীমান্ত নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি ওয়াং ই এবং এস জয়শঙ্করের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।
১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতে সফর করবেন এছাড়াও চিন -ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন।