চাঁদে চিনের মহাকাশযান

- আপডেট : ২ জুন ২০২৪, রবিবার
- / 6
বেজিং, ২ জুন: চিনের একটি যাত্রীবিহীন মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে। রবিবার চাঁদের মাটি স্পর্শ করে চ্যাং-ই ৬ নামের মহাকাশযানটি। চিন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক দুর্গম এলাকায় অবতরণ যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। চাঁদের সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। চিনা মহাকাশযানটির উদ্দেশ্য, চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। তবে চাঁদের মাটিতে মহাকাশযানটির অবতরণ ঝুঁকিপূর্ণ ছিল। কারণ মহাকাশযানটি একবার চাঁদের দুর্গম প্রান্তে পৌঁছে গেলে সেখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব। নাসা বলছে, উচ্চ ঝুঁকি নিয়ে চাঁদের পৃষ্ঠ থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে তিনদিন সময় লাগবে মহাকাশযানটির। এর আগে, ২০১৯ সালে চাঁদের মাটি স্পর্শ করেছিল চিনের চ্যাঙ-ই ৪। ম্যানচেস্টার ইউনিভার্সিটির চন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক জন পার্নেট-ফিশার বলেন, চাঁদ থেকে সংগ্রহ করা পাথর দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখ্যা করে যাবে।