১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও বিপাকে চিন্ময়! আরও এক মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে সন্ন্যাসী চিন্ময় দাসকে

চামেলি দাস
  • আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
  • / 296

পুবের কলম, ওয়েবডেস্ক:  সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় পুলিশের আবেদনে সাড়া দিল চট্টগ্রামের আদালত। পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে খবর।

চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় পতাকার অবমাননা মামলায় গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে জেলে বন্দি রয়েছেন তিনি। কিছু দিন আগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন মঞ্জুর করে ঢাকার আদালত। কিন্তু অন্য মামলায় পুলিশ আবেদন করলে আবার জামিন স্থগিত হয়ে যায়। এর আগে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যা মামলায় পুলিশকে জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল বাংলাদেশের আদালত।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

ঢাকার পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন জানিয়েছেন, ‘‘বন্দি চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই মামলাতে কারা ফটকে গিয়ে চিন্ময়কে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী। আদালত তা মঞ্জুর করেছে।’’

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও বিপাকে চিন্ময়! আরও এক মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে সন্ন্যাসী চিন্ময় দাসকে

আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় পুলিশের আবেদনে সাড়া দিল চট্টগ্রামের আদালত। পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে খবর।

চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় পতাকার অবমাননা মামলায় গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে জেলে বন্দি রয়েছেন তিনি। কিছু দিন আগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন মঞ্জুর করে ঢাকার আদালত। কিন্তু অন্য মামলায় পুলিশ আবেদন করলে আবার জামিন স্থগিত হয়ে যায়। এর আগে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যা মামলায় পুলিশকে জেলে গিয়ে চিন্ময়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল বাংলাদেশের আদালত।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

ঢাকার পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন জানিয়েছেন, ‘‘বন্দি চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই মামলাতে কারা ফটকে গিয়ে চিন্ময়কে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী। আদালত তা মঞ্জুর করেছে।’’

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ