টি টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন ক্রিস গেইল

- আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রিস গেইল, জ্যামাইকান বংশোদ্ভূত এই খেলোয়াড়টি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে আইপিএল এ তাকে পাঞ্জাব এর হয়ে খেলতে দেখা যায়। তিনি এবার করে ফেললেন নিজের নামে রেকর্ড। টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটর হিসাবে গড়লেন ১৪ হাজার রানের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে ৩৮ বলে ৬৭ রান করেন গেইল। এর ফলে সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে গেইলের রান এখন ১৪,০২৫। গেইলের ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। গেইলের এটি ১৪তম আন্তর্জাতিক অর্ধশতরান। ২০১৬ সালের পর, অর্থাৎ পাঁচ বছর পরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন তিনি। অস্ট্রেলিয়া প্রথমে ১৪১ রান করে। তার উত্তর মাত্র ১৪.৫ ওভারেই দিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ দল। এর সঙ্গে সঙ্গে ৫টি ম্যাচের প্রথম ৩ টি জিতেই জয়লাভ করল ওয়েস্ট ইন্ডিজ। গেইলের এই রেকর্ড এর পরে দ্বিতীয় স্থানে আছে কায়রন পোলার্ড তার রান আছে ১০,৮৬৩। এরপরেই আছে শোয়েব মালিক তারপর চতুর্থ স্থানে আছে ডেভিড ওয়ার্নার ও পঞ্চম স্থানে যৌথ ভাবে আছে বিরাট কোহলি ও ব্রেন্ডন ম্যাককালাম যাদের রান ৯,৯২২।