৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তালিবান শীর্ষনেতা বরাদরের সঙ্গে গোপন বৈঠক সিআইএ প্রধানের

পুবের কলম ওয়েবডেস্কঃ গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রন নেয় তালিবানরা। দু’দশক পর দ্বিতীয়বারের জন্য তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। তারপর থেকে সারা বিশ্বজুড়ে শুধু তালিবান শাসনের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। এহেন সময়ে কাবুলে তালিবান নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধান বলে খবর।
দ্য ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার তালিবান শীর্ষনেতা আবদুল গনি বরাদরের সঙ্গে গোপন বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। যদিও সংবাদ সংস্থার প্রশ্নের মুখে সিআইএ জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কোথায় যাচ্ছেন, কার সঙ্গে বৈঠক করেছেন এসব অত্যন্ত গোপনীয় বিষয়, সেটা নিয়ে প্রকাশ্যে চর্চা করা যায় না। আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের মতে আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ প্রত্যাহারের সময়সীমা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বরদর ও বার্নসের মধ্যে। এছাড়াও, গৃহযুদ্ধে জর্জর দেশটি থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষিত সরিয়ে নেওয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উঠে আসতে পারে ওই বৈঠকে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের, সৌদি আল্টিমেটামের আগেই ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবান শীর্ষনেতা বরাদরের সঙ্গে গোপন বৈঠক সিআইএ প্রধানের

আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রন নেয় তালিবানরা। দু’দশক পর দ্বিতীয়বারের জন্য তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। তারপর থেকে সারা বিশ্বজুড়ে শুধু তালিবান শাসনের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। এহেন সময়ে কাবুলে তালিবান নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধান বলে খবর।
দ্য ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার তালিবান শীর্ষনেতা আবদুল গনি বরাদরের সঙ্গে গোপন বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। যদিও সংবাদ সংস্থার প্রশ্নের মুখে সিআইএ জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কোথায় যাচ্ছেন, কার সঙ্গে বৈঠক করেছেন এসব অত্যন্ত গোপনীয় বিষয়, সেটা নিয়ে প্রকাশ্যে চর্চা করা যায় না। আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের মতে আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ প্রত্যাহারের সময়সীমা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বরদর ও বার্নসের মধ্যে। এছাড়াও, গৃহযুদ্ধে জর্জর দেশটি থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষিত সরিয়ে নেওয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উঠে আসতে পারে ওই বৈঠকে।