অসামরিক নাগরিকের মৃত্যু দুঃখজনক: নেতানিয়াহু

- আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার
- / 12
তেল আবিব, ১৭ নভেম্বর: গাজায় অসামরিক নাগরিকদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে যায়নবাদী ইসরাইল। এই গণহত্যা বন্ধে বিশ্বের তরফে চাপ এলেও তাতে কর্ণপাত করেনি নেতানিয়াহু সরকার। এবার উগ্রবাদী ইসারইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু বললেন, গাজায় অসামরিক হতাহতের ঘটনা কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইসরাইল। গাজায় ইসরাইলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের বিষয়টি নতুন প্রজন্মের মধ্যে ঘৃণা উস্কে দেবে কিনা, এমন প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, ‘যে কোনও অসামরিক নাগরিকের মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। লড়াই থেকে অসামরিকদের সরিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করেছি আমরা, তাই আমাদের হাতে কারও মৃত্যু হওয়া উচিত হয়নি। তবে হামাস তাদের ক্ষতির মধ্যে রেখে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে।’
হামাস অসামরিকদের নিরাপদ স্থানে চলে যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ তার। নেতানিয়াহু বলেন, ‘তাই আমরা লিফলেট পাঠিয়েছি, তাদের ফোনে কল করে চলে যেতে বলেছি।’ তিনি বলেন, ‘আমি আর যা বলতে পারি তা হল, অসামরিক হতাহতের সংখ্যা সর্বনিম্ন রেখে আমরা কাজটি শেষ করার চেষ্টা করব। এটিই আমরা করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা সফল হইনি।’