২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে তীব্র হচ্ছে সংঘর্ষ, হেলমান্দে ২৪ ঘন্টায় ৭৭ জন তালিবান নিহত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্ক:  আফগানিস্তানে তালিবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমশই তীব্র আকার ধারণ করছে। দেশটির হেলমান্দে ২৪ ঘন্টায় ৭৭ জন তালিবান নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের আশপাশের এলাকায় তালিবানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই খবর জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মুখপাত্র ফাওয়া আমান। নিহত ৭৭ জনের মধ্যে তিনজন তালিবানের সামরিক কমিশনের প্রধান বলে জানিয়েছেন ফাওয়া আমান। সরকারি বাহিনীর হামলায় ২২ জন তালেবান আহত হয়েছেন। এর আগে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে আমেরিকা হেলমান্দের লস্করগাহ শহরে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪০ জন তালিবানকে হত্যা করা হয়েছিল।

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বিদেশি সেনাদের প্রত্যাহারের পরেই তালিবান হামলা বেড়েছে। আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে আফগানিস্তান বাহিনী এবং তালিবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ কার্যকর হচ্ছে না, বিভিন্ন উপায়ে ওবিসিদের আটকে দেওয়ার অভিযোগ, সমাধান কোনপথে? লিখছেন আইআইটি মুম্বাইয়ের গবেষক

গত কয়েক সপ্তাহ ধরে, তালিবান আফগানিস্তানের বেশ কয়েকটি জেলা দখল করেছে, দেশের উত্তর -পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখার সহ।

আরও পড়ুন: টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

তালেবান এ পর্যন্ত ২২৩টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া ১১৬টি জেলায় লড়াই চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম লং ওয়ার জার্নালের দেওয়া তথ্য অনুসারে, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টির রাজধানী তালিবানের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে।

আরও পড়ুন: হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাল আরব আমিরাত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তানে তীব্র হচ্ছে সংঘর্ষ, হেলমান্দে ২৪ ঘন্টায় ৭৭ জন তালিবান নিহত

আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আফগানিস্তানে তালিবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমশই তীব্র আকার ধারণ করছে। দেশটির হেলমান্দে ২৪ ঘন্টায় ৭৭ জন তালিবান নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের আশপাশের এলাকায় তালিবানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই খবর জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মুখপাত্র ফাওয়া আমান। নিহত ৭৭ জনের মধ্যে তিনজন তালিবানের সামরিক কমিশনের প্রধান বলে জানিয়েছেন ফাওয়া আমান। সরকারি বাহিনীর হামলায় ২২ জন তালেবান আহত হয়েছেন। এর আগে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে আমেরিকা হেলমান্দের লস্করগাহ শহরে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪০ জন তালিবানকে হত্যা করা হয়েছিল।

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বিদেশি সেনাদের প্রত্যাহারের পরেই তালিবান হামলা বেড়েছে। আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে আফগানিস্তান বাহিনী এবং তালিবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ কার্যকর হচ্ছে না, বিভিন্ন উপায়ে ওবিসিদের আটকে দেওয়ার অভিযোগ, সমাধান কোনপথে? লিখছেন আইআইটি মুম্বাইয়ের গবেষক

গত কয়েক সপ্তাহ ধরে, তালিবান আফগানিস্তানের বেশ কয়েকটি জেলা দখল করেছে, দেশের উত্তর -পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখার সহ।

আরও পড়ুন: টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

তালেবান এ পর্যন্ত ২২৩টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া ১১৬টি জেলায় লড়াই চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম লং ওয়ার জার্নালের দেওয়া তথ্য অনুসারে, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টির রাজধানী তালিবানের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে।

আরও পড়ুন: হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাল আরব আমিরাত