০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল দশম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুন

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 127

ইনামুল হক, বসিরহাটঃ রাজ্য সরকারের পক্ষ থেকে ইয়ুথ পার্লামেন্ট ২০২২ প্রতিযোগিতায় ব্লকস্তর থেকে জেলাস্তরে ইংরেজিতে প্রবন্ধ রচনায় উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল দেগঙ্গার কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ মাধ্যমিক স্কুলের দশম ছাত্রী ফারজানা খাতুন।ফারজানার এই সাফল্য গর্বিত স্কুলের প্রধান শিক্ষকসহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।১৩ই সেপ্টেম্বর উঃ ২৪ পরগনা জেলার মধ্যমগ্ৰামের এ পি সি বিদ্যাতায়নে অনুষ্ঠিত হয় জেলাস্তরের প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিল জেলার ৩০ টি স্কুলের প্রতিযোগী ছাত্রর ছাত্রীরা।৩০টি স্কুলকে হারিয়ে ফারজানা প্রথম হয়।ফারজানা জানিয়েছে, ব্লকস্তরের স্কুলগুলিকে হারিয়ে জেলাস্থরে ৩০টি স্কুলকে হারিয়ে প্রথম হওয়া এটা সত্যিই আনন্দের। এই সাফল্যের সমস্ত অবদান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।স্কু্লের বাংলা শিক্ষক সুমিত বসুর দাবি, গ্রামের স্কুলগুলোর আরও বেশি বেশি প্রচার পাওয়ার দরকার। গ্রামের থেকেই আসল প্রতিভা উঠে আসে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান বলেন, ফারজানা খুব মেধাবী ছাত্রী। বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা কমলিকা ঘোষ, মোহম্মদ হাবিবুল্লা ও সুমিত বসু শিক্ষকেরা ফারজানাকে সর্বদা সহযোগিতা করেছিলেন। তাদের প্রচেষ্টা ফারজানা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করল বিদ্যালয়ের পক্ষ থেকে ফারজানাকে শুভেচ্ছা জানান।ফারজানা জানায়, তার বাড়ি দেগঙ্গার সোহায় শ্বেতপুর পঞ্চায়েতের কুমারপুর গ্রামে। বাবা আব্দুর রফিক পেশায় গৃহশিক্ষকের কাজ করেন। এদিন বাবাকে সঙ্গে নিয়ে ফারজানা তার প্রথম স্থানাধিকারীর ট্রফি ও প্রশাংসা পত্র নিয়ে হাজির হন বিদ্যালয়। স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই শুভেচ্ছা জানায় ফারজানাকে।রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রস্তুতি শুরু করে দিল ফারজানা।

আরও পড়ুন: এনসিইআরটি-র দশম শ্রেণির পাঠক্রম থেকে এবার বাদ গণতন্ত্র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল দশম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

ইনামুল হক, বসিরহাটঃ রাজ্য সরকারের পক্ষ থেকে ইয়ুথ পার্লামেন্ট ২০২২ প্রতিযোগিতায় ব্লকস্তর থেকে জেলাস্তরে ইংরেজিতে প্রবন্ধ রচনায় উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল দেগঙ্গার কুমারপুর পরশমণি শিক্ষা বিতান উচ্চ মাধ্যমিক স্কুলের দশম ছাত্রী ফারজানা খাতুন।ফারজানার এই সাফল্য গর্বিত স্কুলের প্রধান শিক্ষকসহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।১৩ই সেপ্টেম্বর উঃ ২৪ পরগনা জেলার মধ্যমগ্ৰামের এ পি সি বিদ্যাতায়নে অনুষ্ঠিত হয় জেলাস্তরের প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিল জেলার ৩০ টি স্কুলের প্রতিযোগী ছাত্রর ছাত্রীরা।৩০টি স্কুলকে হারিয়ে ফারজানা প্রথম হয়।ফারজানা জানিয়েছে, ব্লকস্তরের স্কুলগুলিকে হারিয়ে জেলাস্থরে ৩০টি স্কুলকে হারিয়ে প্রথম হওয়া এটা সত্যিই আনন্দের। এই সাফল্যের সমস্ত অবদান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।স্কু্লের বাংলা শিক্ষক সুমিত বসুর দাবি, গ্রামের স্কুলগুলোর আরও বেশি বেশি প্রচার পাওয়ার দরকার। গ্রামের থেকেই আসল প্রতিভা উঠে আসে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান বলেন, ফারজানা খুব মেধাবী ছাত্রী। বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা কমলিকা ঘোষ, মোহম্মদ হাবিবুল্লা ও সুমিত বসু শিক্ষকেরা ফারজানাকে সর্বদা সহযোগিতা করেছিলেন। তাদের প্রচেষ্টা ফারজানা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করল বিদ্যালয়ের পক্ষ থেকে ফারজানাকে শুভেচ্ছা জানান।ফারজানা জানায়, তার বাড়ি দেগঙ্গার সোহায় শ্বেতপুর পঞ্চায়েতের কুমারপুর গ্রামে। বাবা আব্দুর রফিক পেশায় গৃহশিক্ষকের কাজ করেন। এদিন বাবাকে সঙ্গে নিয়ে ফারজানা তার প্রথম স্থানাধিকারীর ট্রফি ও প্রশাংসা পত্র নিয়ে হাজির হন বিদ্যালয়। স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই শুভেচ্ছা জানায় ফারজানাকে।রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রস্তুতি শুরু করে দিল ফারজানা।

আরও পড়ুন: এনসিইআরটি-র দশম শ্রেণির পাঠক্রম থেকে এবার বাদ গণতন্ত্র