অজানা লিঙ্কে ক্লিক: ৩ দিনে কয়েক লক্ষ টাকা হারালেন ৪০ব্যাঙ্ক গ্রাহক
ইমামা খাতুন
- আপডেট :
৬ মার্চ ২০২৩, সোমবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক: এখনই ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মোবাইলেরে স্ক্রিনে এমন মেসেজ ভেসে উঠতেই ভয় পেয়েছিলেন মুম্বই এর প্রায় ৪০ জন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার। তড়িঘড়ি সেই লিঙ্কে ক্লিক করে তিন দিনের মধ্যে মুম্বই-এর প্রায় ৪০ জন গ্রাহক লক্ষ-লক্ষ টাকা খোয়ালেন।
এই ঘটনার পর মুম্বই পুলিশের পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে কেউ ভুলেও এমন কোনো লিঙ্কে ক্লিক না করেন। শুধু মুম্বই নয়, দেশের অন্যান্য প্রান্তেও অনলাইন প্রতারকরা এভাবেই ব্যাঙ্ক একাউন্ট হোল্ডারদের মেসেজ পাঠিয়ে ভয় দেখাচ্ছে। সেখানে বলা হচ্ছে- এখনই প্যান কার্ড, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার, পাসওয়ার্ড না দিলে তাদের একাউন্ট ব্লক করে দেওয়া হবে।
এই ৪০ জনের মধ্যে টিভি অভিনেত্রী শ্বেতা মেমনও ছিলেন। গত বৃহস্পতিবার এমনই লিঙ্কে ক্লিক করে তিনি প্রায় ৫৭ হাজার টাকা খুইয়েছেন।
উল্লেখ্য, ব্যাঙ্ক কখনই গ্রাহকদের কেওয়াইসি-র জন্য কোনো ফোন বা মেসেজ পাঠায় না। এই বার্তা বারবার ছড়ানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না বলে মনে করছে পুলিশ। টেক-স্যাভি নন যারা এমন গ্রাহকরাই এই ফিশিং এর ফাঁদে পা দিচ্ছেন বলে মত সাইবার বিশেষজ্ঞদের। সবথেকে বেশি প্রতারিত হচ্ছেন প্রবীণ নাগরিকরা।