২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকফ ইস্যুতে অশান্তির প্রেক্ষিতে আবারও শান্তির বার্তা Mamata Banerjee-র

চামেলি দাস
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 290

পুবের কলম প্রতিবেদক: ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়েছে বলেও খবর মিলেছে। এই আবহে ইতিমধ্যেই রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ মানুষকে খোলা চিঠি দিয়ে তিনি অনুরোধ করেছেন, যেন কেউ কোনও ধরনের উসকানিতে প্ররোচিত না হন। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গ্রুপের বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে ফের একবার ঘুরিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও তিনি সরাসরি মুর্শিদাবাদ বা ওয়াকফ ইস্যুর উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য এবং ইতিবাচকতার আহ্বান ছিল স্পষ্ট।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

আরও পড়ুন: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪, মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতীরা

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আমি চাই, সবাই সবাইকে ভালোবাসুক। ভারতবর্ষ একটা বিশাল দেশ। এটা ইউনিক কান্ট্রি। এখানে ভাষা, খাবার, পোশাক; সবেতেই বৈচিত্র্য রয়েছে। নানা উৎসব, সংস্কৃতি ও ভাষার মধ্যে আমরা একসঙ্গে বাস করি। আমাদের এক থাকতে হবে, যেন আমরা একটা বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার হই। আমরা এই ঐক্যকে শক্তিশালী করব, বিভাজন নয়।’ তিনি আরও বলেন, ‘সকলকে ভালোবাসুন, কাজের মধ্যে থাকুন। বাজে কথা শুনলে তা মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু ভালো কথা হৃদয়কে অনুপ্রাণিত করে। তাই সব সময় ইতিবাচক থাকুন, পজিটিভ কাজ করুন। পজিটিভিটি মানুষকে ভালো রাখে।’ প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অশান্তির আবহে রাজ্যজুড়ে একটি বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: ইজরাইল-ইরান যুদ্ধবিরতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি, কেন্দ্রেকে সঠিক পদক্ষেপ করার বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ ইস্যুতে অশান্তির প্রেক্ষিতে আবারও শান্তির বার্তা Mamata Banerjee-র

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক: ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়েছে বলেও খবর মিলেছে। এই আবহে ইতিমধ্যেই রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ মানুষকে খোলা চিঠি দিয়ে তিনি অনুরোধ করেছেন, যেন কেউ কোনও ধরনের উসকানিতে প্ররোচিত না হন। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গ্রুপের বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে ফের একবার ঘুরিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও তিনি সরাসরি মুর্শিদাবাদ বা ওয়াকফ ইস্যুর উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য এবং ইতিবাচকতার আহ্বান ছিল স্পষ্ট।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

আরও পড়ুন: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত ৪, মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতীরা

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আমি চাই, সবাই সবাইকে ভালোবাসুক। ভারতবর্ষ একটা বিশাল দেশ। এটা ইউনিক কান্ট্রি। এখানে ভাষা, খাবার, পোশাক; সবেতেই বৈচিত্র্য রয়েছে। নানা উৎসব, সংস্কৃতি ও ভাষার মধ্যে আমরা একসঙ্গে বাস করি। আমাদের এক থাকতে হবে, যেন আমরা একটা বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার হই। আমরা এই ঐক্যকে শক্তিশালী করব, বিভাজন নয়।’ তিনি আরও বলেন, ‘সকলকে ভালোবাসুন, কাজের মধ্যে থাকুন। বাজে কথা শুনলে তা মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু ভালো কথা হৃদয়কে অনুপ্রাণিত করে। তাই সব সময় ইতিবাচক থাকুন, পজিটিভ কাজ করুন। পজিটিভিটি মানুষকে ভালো রাখে।’ প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অশান্তির আবহে রাজ্যজুড়ে একটি বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: ইজরাইল-ইরান যুদ্ধবিরতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি, কেন্দ্রেকে সঠিক পদক্ষেপ করার বার্তা