আগামী সপ্তাহে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 27
পুবের কলম প্রতিবেদক : এক সপ্তাহের ব্যবধানে দু’বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সেই সূচি অনুযায়ী আগামী সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হল নবান্নে। জানা গিয়েছে, ওইদিন বিকেল চারটের সময় নবান্নে বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের নির্ঘন্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে দুর্গাঙ্গন তৈরির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও কোথায় এই দুর্গাঙ্গন গড়া হবে, তা জানানো হয়নি। অল্প দিনের মধ্যে ফের একটা মন্ত্রিসভা ডাকা নিযে জল্পনা বাড়ছে।
সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সংঘাত ক্রমশ বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলায় আক্রমণ করার অভিযোগ উঠছে। এছাড়া এই মাসেই বিধানসভার বিশেষ অধিবেশন হওয়ার কথা।
অপরাজিতা বিলটিও আবার ফেরত পাঠিয়েছে রাজভবন। এইসব বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। তাই আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।