১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আজ তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

সুস্মিতা
  • আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
  • / 93

বিধানসভা ভোটকে সামনে রেখে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণার সম্ভাবনা

পুবের কলম ওয়েবডেস্ক: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছবেন তিনি। শুরু হবে তাঁর তিনদিনব্যাপী কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মূল উদ্দেশ্য প্রশাসনিক হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে এবং বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বেশ কয়েক বছরে তৃণমূলের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত লোকসভা নির্বাচনে কেবলমাত্র কোচবিহার আসন শাসকদল জিততে পারলেও বাকি সবক’টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সংগঠন বৃদ্ধিতে তৃণমূল অনেকটাই এগিয়ে গিয়েছে। এক্ষেত্রে উপনির্বাচনে জয় এবং সংগঠন বৃদ্ধির কাজ ভালোভাবেই গতি পেয়েছে। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদানের পর থেকে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে।

এ রাজ্যে বিভিন্ন দিক থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে রাজ্য বিজেপি। বিশেষ করে উন্নয়নমুখী প্রকল্প এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ভিত্তিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রভাব বাড়িয়েছে শাসকদল। উত্তরবঙ্গে নানা দিক দিয়ে যখন বিজেপি অনেকটাই কোণঠাসা, ঠিক সেই মুহূর্তে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এসে আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান করেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর জন বার্লার তৃণমূলের যোগদান এক নতুন মাত্রা যোগ করবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন। এ বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেই সূত্রেই প্রথমবার উত্তরবঙ্গে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ সফরের দিনই শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ ও সমস্যা থাকলে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার কথা শিল্পপতিদের সামনে ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ডাবগ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই একইসঙ্গে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। আগামী বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যা অডিটোরিয়ামে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীরা, জেলাশাসক ও প্রশাসনিক পদস্থ আধিকারিকেরা।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের উন্নয়নের গতি বজায় রাখতেই তাঁর এই সফর। যদিও রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন নেই। বছর ঘুরলেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে এবং তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়াতে কোনও ঘাটতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একাধিক কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করবেন উত্তরবঙ্গ সফরে। ভোটের আগে নিজেদের ভোটবাক্সে জনসমর্থন তুলতে একাধিক পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই মনে করা হচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার

বিধানসভা ভোটকে সামনে রেখে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণার সম্ভাবনা

পুবের কলম ওয়েবডেস্ক: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছবেন তিনি। শুরু হবে তাঁর তিনদিনব্যাপী কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মূল উদ্দেশ্য প্রশাসনিক হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে এবং বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বেশ কয়েক বছরে তৃণমূলের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত লোকসভা নির্বাচনে কেবলমাত্র কোচবিহার আসন শাসকদল জিততে পারলেও বাকি সবক’টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সংগঠন বৃদ্ধিতে তৃণমূল অনেকটাই এগিয়ে গিয়েছে। এক্ষেত্রে উপনির্বাচনে জয় এবং সংগঠন বৃদ্ধির কাজ ভালোভাবেই গতি পেয়েছে। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদানের পর থেকে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে।

এ রাজ্যে বিভিন্ন দিক থেকে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে রাজ্য বিজেপি। বিশেষ করে উন্নয়নমুখী প্রকল্প এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ভিত্তিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রভাব বাড়িয়েছে শাসকদল। উত্তরবঙ্গে নানা দিক দিয়ে যখন বিজেপি অনেকটাই কোণঠাসা, ঠিক সেই মুহূর্তে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এসে আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান করেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর জন বার্লার তৃণমূলের যোগদান এক নতুন মাত্রা যোগ করবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন। এ বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেই সূত্রেই প্রথমবার উত্তরবঙ্গে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ সফরের দিনই শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ ও সমস্যা থাকলে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার কথা শিল্পপতিদের সামনে ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ডাবগ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই একইসঙ্গে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। আগামী বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যা অডিটোরিয়ামে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীরা, জেলাশাসক ও প্রশাসনিক পদস্থ আধিকারিকেরা।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের উন্নয়নের গতি বজায় রাখতেই তাঁর এই সফর। যদিও রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন নেই। বছর ঘুরলেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে এবং তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়াতে কোনও ঘাটতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একাধিক কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করবেন উত্তরবঙ্গ সফরে। ভোটের আগে নিজেদের ভোটবাক্সে জনসমর্থন তুলতে একাধিক পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই মনে করা হচ্ছে।