১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

সুস্মিতা
  • আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
  • / 339

শিলিগুড়ির হাসপাতালে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেন মমতা।

পুবের কলম ওয়েবডেস্ক: নাগরাকাটায় আক্রান্ত মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে মঙ্গলবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ও পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, সাংসদের অবস্থা স্থিতিশীল, তবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। সিরিয়াস কিছু নয়। যাঁদের ডায়াবেটিস থাকে, তাঁদের একটু পর্যবেক্ষণে বেশি থাকতে হয়। ওঁর একটু কানে বেশি লেগেছে। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবিটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি। ওঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।’’

আরও পড়ুন: সোমবার ফের দার্জিলিঙে মুখ্যমন্ত্রী

রবিবার বন্যা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনতার হামলায় গুরুতর জখম হন খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বর্তমানে বিজেপি সাংসদ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের চোখের নীচের হাড় ভেঙেছে। প্রয়োজন অস্ত্রোপচারের।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

জানা গিয়েছে, বিজেপি সাংসদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে খবর। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুশি খগেনের পরিবার। তাঁরা জানান, কোথায় আঘাত পেয়েছেন সাংসদ, তার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি চিকিৎসকদের ডেকে কথা বলেন। খগেনের শয্যার পাশে দাঁড়ানো সাংসদ-পুত্রকে মমতা জিজ্ঞাসা করেন, ‘‘ওঁর কি ডায়াবেটিস রয়েছে? ইনসুলিন নেন? ওষুধ খান? টেক কেয়ার করেন? দেখান ভাল করে? খাওয়া-দাওয়া কন্ট্রোল করেন?’’

আরও পড়ুন: দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: নাগরাকাটায় আক্রান্ত মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে মঙ্গলবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ও পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, সাংসদের অবস্থা স্থিতিশীল, তবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। সিরিয়াস কিছু নয়। যাঁদের ডায়াবেটিস থাকে, তাঁদের একটু পর্যবেক্ষণে বেশি থাকতে হয়। ওঁর একটু কানে বেশি লেগেছে। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবিটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি। ওঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।’’

আরও পড়ুন: সোমবার ফের দার্জিলিঙে মুখ্যমন্ত্রী

রবিবার বন্যা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনতার হামলায় গুরুতর জখম হন খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বর্তমানে বিজেপি সাংসদ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের চোখের নীচের হাড় ভেঙেছে। প্রয়োজন অস্ত্রোপচারের।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

জানা গিয়েছে, বিজেপি সাংসদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে খবর। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুশি খগেনের পরিবার। তাঁরা জানান, কোথায় আঘাত পেয়েছেন সাংসদ, তার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি চিকিৎসকদের ডেকে কথা বলেন। খগেনের শয্যার পাশে দাঁড়ানো সাংসদ-পুত্রকে মমতা জিজ্ঞাসা করেন, ‘‘ওঁর কি ডায়াবেটিস রয়েছে? ইনসুলিন নেন? ওষুধ খান? টেক কেয়ার করেন? দেখান ভাল করে? খাওয়া-দাওয়া কন্ট্রোল করেন?’’

আরও পড়ুন: দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বললেন মুখ্যমন্ত্রী