০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অরুণাচল প্রদেশে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ

সুস্মিতা
  • আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 270

পুবের কলম ওয়েবডেস্ক: দেশজুড়ে কাশির সিরাপ সেবনের ফলে শিশুমৃত্যুর মর্মান্তিক ঘটনার জেরে এবার কঠোর পদক্ষেপ নিল অরুণাচল প্রদেশ সরকার। মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ কয়েকটি রাজ্যে ১৪ জন শিশুর মৃত্যুর ঘটনার সঙ্গে যোগসূত্র মেলায়, রাজ্য সরকার ‘কোল্ডরিফ’ কাশির সিরাপের বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

রাজ্যের ড্রাগস কন্ট্রোল বিভাগ এ বিষয়ে একটি জরুরি নির্দেশ জারি করেছে। এই সিদ্ধান্তের মূল কারণ হল বিভিন্ন রাজ্য থেকে আসা শিশুমৃত্যুর রিপোর্ট। ড্রাগস কন্ট্রোল বিভাগ সমস্ত পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে যে এই সিরাপ জনসাধারণের ব্যবহারের জন্য কেনা, বিক্রি করা বা মজুত করা যাবে না। যদি কোনো বিক্রেতার কাছে বর্তমানে এই পণ্য মজুত থাকে, তবে তাদের অবিলম্বে স্থানীয় ড্রাগস কন্ট্রোল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও শিশুদের জন্য কাশির সিরাপ প্রেসক্রাইব করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে এই কাশির সিরাপ সেবন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: ২০ শিশুর মৃত্যু: বিষাক্ত কফ সিরাপ-কাণ্ডে কোম্পানির মালিক গ্রেফতার

এই নিষেধাজ্ঞা শুধু অরুণাচল নয়, এর আগে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ সরকারও একই কারণে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওষুধটির মান ও নিরাপত্তা নিয়ে ওঠা গুরুতর প্রশ্নের মুখে এই রাজ্যব্যাপী সতর্কতা জারি হল, যা দেশের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুতর ঘাটতির দিকেও আঙুল তোলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরুণাচল প্রদেশে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ

আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: দেশজুড়ে কাশির সিরাপ সেবনের ফলে শিশুমৃত্যুর মর্মান্তিক ঘটনার জেরে এবার কঠোর পদক্ষেপ নিল অরুণাচল প্রদেশ সরকার। মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ কয়েকটি রাজ্যে ১৪ জন শিশুর মৃত্যুর ঘটনার সঙ্গে যোগসূত্র মেলায়, রাজ্য সরকার ‘কোল্ডরিফ’ কাশির সিরাপের বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

রাজ্যের ড্রাগস কন্ট্রোল বিভাগ এ বিষয়ে একটি জরুরি নির্দেশ জারি করেছে। এই সিদ্ধান্তের মূল কারণ হল বিভিন্ন রাজ্য থেকে আসা শিশুমৃত্যুর রিপোর্ট। ড্রাগস কন্ট্রোল বিভাগ সমস্ত পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে যে এই সিরাপ জনসাধারণের ব্যবহারের জন্য কেনা, বিক্রি করা বা মজুত করা যাবে না। যদি কোনো বিক্রেতার কাছে বর্তমানে এই পণ্য মজুত থাকে, তবে তাদের অবিলম্বে স্থানীয় ড্রাগস কন্ট্রোল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও শিশুদের জন্য কাশির সিরাপ প্রেসক্রাইব করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে এই কাশির সিরাপ সেবন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: ২০ শিশুর মৃত্যু: বিষাক্ত কফ সিরাপ-কাণ্ডে কোম্পানির মালিক গ্রেফতার

এই নিষেধাজ্ঞা শুধু অরুণাচল নয়, এর আগে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ সরকারও একই কারণে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওষুধটির মান ও নিরাপত্তা নিয়ে ওঠা গুরুতর প্রশ্নের মুখে এই রাজ্যব্যাপী সতর্কতা জারি হল, যা দেশের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুতর ঘাটতির দিকেও আঙুল তোলে।