২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৌতুক শিল্পী রবি কলট্রেন আর নেই! হ্যারি পটার ফ্যান দের জন্য দুঃসংবাদ

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 63

পুবের কলম ওয়েব ডেস্ক: সিনেমার জগতে নক্ষত্র পতন। পর্দার রুবিয়াস হ্যাগ্রিড অর্থাৎ অভিনেতা রবি কলট্রেন বিদায় নিলেন আজ। মাত্র ৭২ বছর বয়সে চিরবিদায় নিলেন অভিনেতা রবি কলট্রেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দুই বছর অসুস্থ থাকার পর স্থানীয় এক হাসপাতালে তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

আওয়ার্ড বিজয়ী এই কৌতুক অভিনেতাকে হ্যারি পটার এর ২০০১ এর হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন থেকে শুরু করে এবং ২০১১-এর হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২-এর মাধ্যমে শেষ হওয়া আটটি হ্যারি পটার মুভিতে হ্যাগ্রিডের ভূমিকায় দেখা গিয়েছিল।

আরও পড়ুন: কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি

তিনি একজন প্রেমময় দৈত্য, যিনি একজন সারোগেট বাবা এবং হ্যারির রক্ষাকর্তা হয়েছিলেন সিনেমা জুড়ে। তিনি ছিলেন পুরো সিরিজ জুড়ে ভক্তদের প্রিয় একটা চরিত্র। তার এই অকাল প্রয়াণে স্বাভাবিক ভাবে শোকের ছায়া নেমেছে নেটিজেন দের মধ্যেও।

সামাজিক মাধ্যমে খবর টা ভাইরাল হতেই এক নেজিজেন বলেন, খবরটা পেয়েই মনে পড়ে গেলো হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটসের ক্লাইম্যাক্স সিনটার কথা। হ্যারির সামনে এসে দাঁড়ালেন হ্যাগ্রিড। ধন্যবাদ জানাতে। উত্তরে হ্যারি বলে উঠলো- “There’s no Hogwarts without you, Hagrid.” আর সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরলো দুজন অসমবয়সী বন্ধু।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৌতুক শিল্পী রবি কলট্রেন আর নেই! হ্যারি পটার ফ্যান দের জন্য দুঃসংবাদ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সিনেমার জগতে নক্ষত্র পতন। পর্দার রুবিয়াস হ্যাগ্রিড অর্থাৎ অভিনেতা রবি কলট্রেন বিদায় নিলেন আজ। মাত্র ৭২ বছর বয়সে চিরবিদায় নিলেন অভিনেতা রবি কলট্রেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দুই বছর অসুস্থ থাকার পর স্থানীয় এক হাসপাতালে তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

আওয়ার্ড বিজয়ী এই কৌতুক অভিনেতাকে হ্যারি পটার এর ২০০১ এর হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন থেকে শুরু করে এবং ২০১১-এর হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২-এর মাধ্যমে শেষ হওয়া আটটি হ্যারি পটার মুভিতে হ্যাগ্রিডের ভূমিকায় দেখা গিয়েছিল।

আরও পড়ুন: কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি

তিনি একজন প্রেমময় দৈত্য, যিনি একজন সারোগেট বাবা এবং হ্যারির রক্ষাকর্তা হয়েছিলেন সিনেমা জুড়ে। তিনি ছিলেন পুরো সিরিজ জুড়ে ভক্তদের প্রিয় একটা চরিত্র। তার এই অকাল প্রয়াণে স্বাভাবিক ভাবে শোকের ছায়া নেমেছে নেটিজেন দের মধ্যেও।

সামাজিক মাধ্যমে খবর টা ভাইরাল হতেই এক নেজিজেন বলেন, খবরটা পেয়েই মনে পড়ে গেলো হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটসের ক্লাইম্যাক্স সিনটার কথা। হ্যারির সামনে এসে দাঁড়ালেন হ্যাগ্রিড। ধন্যবাদ জানাতে। উত্তরে হ্যারি বলে উঠলো- “There’s no Hogwarts without you, Hagrid.” আর সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরলো দুজন অসমবয়সী বন্ধু।