এসআইআর ফর্ম বিলিতে অনিয়ম, ৮ জন বিএলও-কে শোকজ করল কমিশন
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: নিয়ম মেনে এসআইআর ফর্ম বিলি না হওয়ায় এবার ৮ জন বিএলও-কে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম বিলি করেননি ওই বিএলও-রা। বদলে স্কুল, পার্টি অফিস থেকে ফর্ম বিলি করেন তারা। এমন অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন। ওই ৮ জন বিএলও-কে শোকজ করেছে কমিশন। সূত্রের খবর, শোকজের তালিকায় রয়েছেন কোচবিহার, উত্তর ২৪ পরগনা। আগেই কমিশন জানিয়েছিল নির্দেশ না মানলে শোকজ করা হবে। এবার সেই নির্দেশই কার্যকর করল জেলার ইলেকট্রিরাল রেজিস্ট্রেশন অফিসাররা।
জানা গিয়েছে, শুধু বিএলওই নয়, একইসঙ্গে ৮ জন এজেন্টের বিরুদ্ধেও এফআইআর করল নির্বাচন কমিশন। অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা জোর করে মৃতদের নামের ফর্ম দিতে বাধ্য করছেন। এই অভিযোগেই FIR দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন। সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের সংখ্যাই বেশি।



























