পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে শুনানি করার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না বলে ভুরি ভুরি অভিযোগ উঠছে। এনিয়ে এবার কড়া বার্তা দিল কমিশন। সিইও দফতর জানিয়েছে, নির্দেশ না মানলে বিএলও এবং সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে এসআইআর-র হিয়ারিং শুরু হয়েছে রাজ্যে। শুনানিকেন্দ্রে বয়স্ক, অসুস্থদের আসা নিয়ে সরব হয় তৃণমূল। এরপরই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সন্তানসম্ভবা এবং যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, তাঁদের শুনানিকেন্দ্রে আসতে হবে না। তাঁদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। কিন্তু অভিযোগ উঠছে, অসুস্থ, বয়স্কদের শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে। এবার কমিশন জানিয়ে দিল, ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার, সন্তানসম্ভবা এবং গুরুতর অসুস্থ কাউকে যদি শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা হয়, তাহলে বিএলও এবং সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
























