পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদে সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এনিয়ে এবার মুখ খুললেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে সরব হলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান। এদিন তিনি অভিযোগ করে বলেন, শহরের শান্তি বিঘ্নিত করার নেপথ্যে ‘সংঘ পরিবার’ ঘনিষ্ঠ শক্তির হাত রয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াইসি বলেন, “যদি এই শক্তির ধরন লক্ষ্য করেন, তবে দেখবেন তারা হায়দরাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। বেশিরভাগ ঘটনাই ঘটছে রাতের অন্ধকারে এবং এমন সব ইস্যু নিয়ে যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। কখনও পোস্টার ছেঁড়ার দোহাই দিয়ে, আবার কখনও অন্য ছোটখাটো অজুহাতে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।”
এদিন স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হায়দরাবাদের সাংসদ বলেন, “আমার মূল উদ্বেগের জায়গা হলো স্থানীয় পুলিশ সেখানে কী করছে? হায়দরাবাদে সবথেকে উন্নত সিসিটিভি ক্যামেরা এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি রয়েছে বলে দাবি করা হয়। তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কীভাবে? বিশেষ করে এমন একটি এলাকায় যেখানে ১৯৮০ ও ৯০-এর দশকে সাম্প্রদায়িক হিংসার ইতিহাস রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমি এবং আমার দল ব্যক্তিগতভাবে ওই এলাকায় শান্তি বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। স্থানীয় বাসিন্দারাও আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু শক্তি চায় না হায়দরাবাদে শান্তি বজায় থাকুক বা উন্নয়ন ত্বরান্বিত হোক।”
হায়দরাবাদে বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে ওয়াইসি বলেন, “আমি ওই এলাকার এবং পুরো হায়দরাবাদের মানুষের কাছে অনুরোধ করছি, আমাদের এই ধরনের ঘটনার প্রয়োজন নেই। হায়দরাবাদের উন্নতির জন্য শান্তি বজায় রাখা জরুরি। পুলিশের উচিত অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া।”
































