২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
উদ্বেগ বাড়িয়ে, ইসরাইলে ফের নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 79
পুবের কলম, ওয়েবডেস্কঃ ইসরাইলে ফের নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের বেশিরভাগ নাগরিক টিকা নেওয়ার পরেও করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে। যা নতুন করে উদ্বেগ তৈরি করছে। জুন মাসের মধ্যেই ইসরাইলে ৮৫ শতাংশ বাসিন্দাদের টিকা দেওয়া হয়। তার পর থেকেই সেখানকার স্কুল, স্কুল কলেজগুলিকে খুলে দেওয়া হয়। এমনকী মাস্ক পরা নিয়েও বাধ্যতামূলক ছিল না। এর ফলেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইসরাইলে গত তিন মাস ধরে বেড়েছে দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে স্থানীয়দের পাশাপাশি ছোটদেরও টিকা দেওয়া হয়েছে। অন্য দেশ থেকে যাতায়াতের ক্ষেত্রেও জারি রয়েছে বিধিনিষেধ।