২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার নয়া রাজ্যপালকে শুভেচ্ছা মমতার, ফোনালাপ শপথ নিয়েও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার
  • / 210

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি রাজ্যের অস্থায়ী রাজপালের বদলে স্থায়ী রাজ্যপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। তারপরই রাজ্য-রাজনীতিতে চাপান-উতোর শুরু হয়েছে। বিজেপির আশা ভাবী রাজ্যপাল পূর্বসূরীর পদাঙ্গ অনুসরণ করে চলবেন। এখানে পূর্বসূরী বলতে অবশ্যই জগদীপ ধনকর।

তবে তিনি রাজ্যে জগদীপ ধনকরের মতো চলবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। এরই মধ্যে বাংলার ভাবী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে। জানা গিয়েছে, নয়া রাজ্যপাল কবে শপথ নিতে চান, তা-ও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ফোনে কথা হয় রাজ্যের নয়া রাজ্যপালের। শপথগ্রহণ নিয়ে দু’টি দিনের কথা হয়েছে। রাজ্যপালকে আগামী সোমবার নামে ২১ নভেম্বর বা বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর, এই দুটি দিনের কথা জানান মমতা।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানান, তিনি তাঁর সুবিধা মতো যাতে যে কোনও একটি দিন বেছে নেন। সেই অনুযায়ী শপথগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সারবে রাজ্য সরকার।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নয়া রাজ্যপালকে আরও জানান, দিল্লিতে বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা সব সময় উপস্থিত থাকেন। তাই কোনও প্রয়োজন মনে করলে যেন আনন্দ বোস সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। বাংলার সেই অধিকারিকরাই সব বিষয়ে সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, নাম ঘোষণার পর গত শুক্রবারই নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফুল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর শনিবার দু’জনের মধ্যে প্রথমবার ফোনালাপ হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার নয়া রাজ্যপালকে শুভেচ্ছা মমতার, ফোনালাপ শপথ নিয়েও

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি রাজ্যের অস্থায়ী রাজপালের বদলে স্থায়ী রাজ্যপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। তারপরই রাজ্য-রাজনীতিতে চাপান-উতোর শুরু হয়েছে। বিজেপির আশা ভাবী রাজ্যপাল পূর্বসূরীর পদাঙ্গ অনুসরণ করে চলবেন। এখানে পূর্বসূরী বলতে অবশ্যই জগদীপ ধনকর।

তবে তিনি রাজ্যে জগদীপ ধনকরের মতো চলবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। এরই মধ্যে বাংলার ভাবী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে। জানা গিয়েছে, নয়া রাজ্যপাল কবে শপথ নিতে চান, তা-ও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ফোনে কথা হয় রাজ্যের নয়া রাজ্যপালের। শপথগ্রহণ নিয়ে দু’টি দিনের কথা হয়েছে। রাজ্যপালকে আগামী সোমবার নামে ২১ নভেম্বর বা বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর, এই দুটি দিনের কথা জানান মমতা।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানান, তিনি তাঁর সুবিধা মতো যাতে যে কোনও একটি দিন বেছে নেন। সেই অনুযায়ী শপথগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সারবে রাজ্য সরকার।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নয়া রাজ্যপালকে আরও জানান, দিল্লিতে বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা সব সময় উপস্থিত থাকেন। তাই কোনও প্রয়োজন মনে করলে যেন আনন্দ বোস সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। বাংলার সেই অধিকারিকরাই সব বিষয়ে সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, নাম ঘোষণার পর গত শুক্রবারই নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফুল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর শনিবার দু’জনের মধ্যে প্রথমবার ফোনালাপ হল।