৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না” – কেজরিওয়াল

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 66

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস শেষ হয়ে গেছে। কোথাও কংগ্রেসের আর অস্তিত্ব নেই। এবার গুজরাতে ভোট প্রচারে গিয়ে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা শুরু করল কেজরি সরকার। এবার আরো কোনও রাখঢাক নয়। এবার খেলা হবে মুখোমুখি এমনটাই মন্তব্য কেজরি সরকারের।

 

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং

উল্লেখ্য, বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে গিয়েছেন ভোট প্রচার করতে, সেখানে গিয়ে এমনটাই মন্তব্য করতে শোনা গেল তাকে। আম আদমি পার্টির সরকারের লক্ষ্য, গুজরাত থেকে কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। এবং তারসঙ্গে বিজেপি বিরোধী ভোট যেনো তার দলকে মেলে তার দিকে নজর দেওয়া। আর হয়তো সে কারণেই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করতে ভোলেন নি তিনি।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

 

আরও পড়ুন: ইরানের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

এদিন এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালকে কংগ্রেস সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। মানুষ সব জানে। কংগ্রেস কী বলছে, কী বলছে না, তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।”

 

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে পঞ্জাবের পর গুজরাতকে পাখির চোখ করে এগাতে চাইছি কেজরি সরকার। এখন তার প্রায় যাতায়াত হয় সেখানে।তবে তার এই অভিযানকে ভাল চোখে দেখছে না হাত শিবির।এদিন কেজরিওয়ালকে কটাক্ষ করে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পঞ্জাব সরকারের টাকা নিয়ে গুজরাতে ভোট প্রচার করতে যাচ্ছে আপ সরকার। যার ফলে পাঞ্জাব সরকার প্রায় দেউলিয়া হওয়ার পথে।

 

কংগ্রেসের সেই অভিযোগের জবাব দিতে গিয়েই কেজরিওয়াল বলেন, “বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায় না। গুজরাতে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। আম আদমি পার্টিই গুজরাটে একমাত্র বিকল্প হতে উঠে আসতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না” – কেজরিওয়াল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস শেষ হয়ে গেছে। কোথাও কংগ্রেসের আর অস্তিত্ব নেই। এবার গুজরাতে ভোট প্রচারে গিয়ে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা শুরু করল কেজরি সরকার। এবার আরো কোনও রাখঢাক নয়। এবার খেলা হবে মুখোমুখি এমনটাই মন্তব্য কেজরি সরকারের।

 

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং

উল্লেখ্য, বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে গিয়েছেন ভোট প্রচার করতে, সেখানে গিয়ে এমনটাই মন্তব্য করতে শোনা গেল তাকে। আম আদমি পার্টির সরকারের লক্ষ্য, গুজরাত থেকে কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। এবং তারসঙ্গে বিজেপি বিরোধী ভোট যেনো তার দলকে মেলে তার দিকে নজর দেওয়া। আর হয়তো সে কারণেই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করতে ভোলেন নি তিনি।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

 

আরও পড়ুন: ইরানের সার্বভৌমত্বের উপর হামলার নিন্দা, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

এদিন এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালকে কংগ্রেস সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। মানুষ সব জানে। কংগ্রেস কী বলছে, কী বলছে না, তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।”

 

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে পঞ্জাবের পর গুজরাতকে পাখির চোখ করে এগাতে চাইছি কেজরি সরকার। এখন তার প্রায় যাতায়াত হয় সেখানে।তবে তার এই অভিযানকে ভাল চোখে দেখছে না হাত শিবির।এদিন কেজরিওয়ালকে কটাক্ষ করে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পঞ্জাব সরকারের টাকা নিয়ে গুজরাতে ভোট প্রচার করতে যাচ্ছে আপ সরকার। যার ফলে পাঞ্জাব সরকার প্রায় দেউলিয়া হওয়ার পথে।

 

কংগ্রেসের সেই অভিযোগের জবাব দিতে গিয়েই কেজরিওয়াল বলেন, “বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায় না। গুজরাতে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। আম আদমি পার্টিই গুজরাটে একমাত্র বিকল্প হতে উঠে আসতে পারে।