০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পদযাত্রার সময়ই প্রয়াত কং সাংসদ সনতোখ সিং চৌধুরী, ২৪ ঘণ্টার জন্য স্থগিত ভারত জোড়ো যাত্রা

ইমামা খাতুন
- আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 45
পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যুর মুখে ঢলে পড়ল কংগ্রেস সাংসদ সনতোখ সিং চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জনপ্রিয় এই কংগ্রেস নেতা পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনের সাংসদ ছিলেন। শনিবার সকালে রাহুল গান্ধির সঙ্গে যাত্রায় সামিল হয়েছিলেন তিনি। ফিল্লাউর এলাকা দিয়ে যাওয়ার পথেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর স্বাস্থ্যের অবনতি দেখে তড়িঘড়ি তাঁকে লুধিয়ানার ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাংসদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কংগ্রেস মহলে।
দলীয় সূত্রে খবর, রবিবার সাংসদের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারত জোড়ো যাত্রা স্থগিত থাকবে বলেও জানা গেছে।
সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি একটি টুইট করে লেখেন, “কংগ্রেসের লোকসভা সাংসদ সাংসদ সনতোখ সিং চৌধুরী, অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”
শোকবার্তা দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমৃন্দর সিংও। তিনি টুইটে লেখেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে কংগ্রেস সাংসদ সাংসদ সনতোখ সিং চৌধুরী, অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। তাঁর আত্মাকে ওয়াহেগুরু শান্তি প্রদান করুক।”
শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “কংগ্রেস সাংসদ সাংসদ সনতোখ সিং চৌধুরী, আচমকা প্রয়াণে আমি স্তম্ভিত। পঞ্জাবে দলের সংগঠনে এটা জোর ধাক্কা। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
Tag :
24 hours Bharat Joro Yatra Congress MP Santokh Singh Chowdhury padayatra Passed away suspended