দরিদ্র পরিবারের মহিলাকে বছরে ১ লক্ষ টাকা, লোকসভার আগে নারীর ক্ষমতায়নে ৫ প্রকল্প কংগ্রেসের

- আপডেট : ১৩ মার্চ ২০২৪, বুধবার
- / 47
পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভার আগে মহিলাদের জন্য ঢালাও ঘোষণা কংগ্রেসের। নারী ন্যায় গ্যারিন্টি প্রকল্পের অধীনে বুধবার ৫ টি লোভনীয় প্রকল্পের কথা ঘোষণা করেছে কংগ্রেস। ভারত জোড়ো ন্যায যাত্রা করছেন রাহুল গান্ধি। এখন তিনি মহারষ্ট্রের ধুলেতে রয়েছেন। ওদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রয়েছেন দিল্লিতে। বুধবার সেখান থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মহিলাদের জন্যে ৫ টি প্রকল্পের কথা বলেন খাড়গে। বিস্তারিতভাবে সেগুলি ব্যাখ্যা করেন রাহুল।
২০২৪ সালে কংগ্রেস যদি কেন্দ্রের গদিতে বসতে পারে, তবে এই ৫ প্রকল্প বাস্তবায়িত করবে তারা। প্রকল্পগুলির প্রথমটি হল ‘মহালক্ষী স্কিম’। মহালক্ষী স্কিমের অধীনে দরিদ্র পরিবারগুলির কোনও একজন মহিলাকে বছরে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর রয়েছে ‘আধি আবাদি পুরা হক স্কিম’। এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকারের চাকরিতে নতুন করে যখনই নিয়োগ করা হবে, তখন ৫০ শতাংশ আসন বরাদ্দ থাকবে মহিলাদের জন্য। ‘শক্তি কা সম্মান’ প্রকল্পে অঙ্গনওয়াড়ি, আশা ও মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মীদের বেতনের জন্য বর্তমানে কেন্দ্র সরকার যে অর্থ ব্যায় করে, সেই অর্থ দ্বিগুন করে দেওয়া হবে। ‘অধিকার মৈত্রী’ প্রকল্পের অধীনে প্রতিটি পঞ্চায়েতে একজন করে প্যারা লিগাল বা লিগাল অ্যাসিসটেন্ট নিয়োগ করা হবে। যাদের কাজ হবে মহিলাদেরকে তাদের অধিকার সম্পর্কে সজাগ করা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। তাছাড়া সারা দেশের সমস্ত জেলা সদরে কমপক্ষে একটি কর্মজীবী মহিলা হোস্টেল তৈরি করা হবে ‘সাবিত্রীবাই ফুলে হস্টেল স্কিম’ এর অধীনে। পরে হস্টেলের সংখ্যা দ্বিগুন করা হবে।
এই সব প্রকল্পের ঘোষণার সময় রাহুল গান্ধি বলেন, নরেন্দ্র মোদির দশ বছরে সরকার মহিলাদের কিচ্ছু দেয়নি। উল্টে মূল্যবৃদ্ধি, বেকারত্বের কারণে তাদের বোঝা বেড়েছে। মহিলাদের নিরাপত্তা দিতে পারেনি তারা।