কংগ্রেসের ‘ভোট চোর গদ্দি ছোড়’ ভিডিও বিভ্রান্তিকর, জানাল নির্বাচন কমিশন
- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 315
পুবের কলম ওয়েবডেস্ক : কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও-কে “ভ্রান্তিকর” এবং আইনবিরুদ্ধ বলে আখ্যা দিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। শনিবার কমিশন জানায়, ‘Vote Chor – Gaddi Chhod’ লেখা ওই বার্তাটি বিভ্রান্তিকর এবং বর্তমান আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
কমিশন স্পষ্ট করে জানায়, ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করলে ভোটদানের গোপনীয়তা বিপন্ন হবে এবং ভোটাররা চাপ, বৈষম্য বা ভয়ভীতির মুখে পড়তে পারেন। মহারাষ্ট্রে ভোটকেন্দ্রের ফুটেজ প্রকাশের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সোস্যাল মিডিয়ায় জানায়, বোম্বে হাই কোর্ট ওই সংক্রান্ত রিট পিটিশন খারিজ করেছে এবং সুপ্রিম কোর্টও তাতে হস্তক্ষেপ করেনি। আইন অনুযায়ী, ফল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন সংক্রান্ত মামলা করা যায় এবং কমিশনও ততদিন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে।
ভোটারদের গোপনীয়তা রক্ষার অঙ্গীকার বিষয়টি উল্লেখ করে কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২০১৭ সালের পুট্টাস্বামী রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে।



















































