অগ্নিমূল্য জ্বালানি! রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা

- আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- / 88
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যবিত্তের মাথায় হাত। দাম বাড়ল রান্নার গ্যাসের। একধাক্কায় দাম বাড়ল প্রায় ৫০ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে ৮০৩ টাকা থেকে হল ৮৫৩ টাকা। গ্যাসের দাম বৃ্দ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রেহাই মিলল না উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও। তাঁদেরও অতিরিক্ত দাম গুনতে হবে। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নয়া দাম।
আরও পড়ুন: সুপ্রিম রায়ে ‘দাগিদের’ কী হবে? সমাবেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা। অন্য ক্রেতাদের রান্নার গ্যাসের জন্য দিতে হত ৮০৩ টাকা। দাম বাড়ার ফলে দিতে হবে ৮৫৩ টাকা।