৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে করোনা, মাস্ক ফিরল কেরালা-হরিয়ানায়

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 64

ছবি- সংগৃহীত

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে ফের নতুন করে ৫ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। সব মিলিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২ হাজার ৮০০ পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতে বিভিন্ন রাজ্য তাঁদের স্বাস্থ্য দফতরের মাধ্যমে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় ইউপি সরকার বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এখনও পর্যন্ত করোনা মৃতদের তিন জন গুজরাতের বাসিন্দা, দুজন হিমাচল প্রদেশের। বিহার, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ওডিশা এবং উত্তরপ্রদেশেও এক জন করে করোনা আক্রান্তের প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি, কেরলের যে সংশোধিত হিসেব সামনে এসেছে তাতে নতুন করে আরও এক জনের  মৃত্যুর খবর পাওয়া যায়। অন্য দিকে দেশে মোট আক্রান্তের  সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ছুঁয়ে ফেলেছে। তবে রোগমুক্তির হার এখনও ৯৮.৭৪ শতাংশ।

ফের সারা দেশে টেস্ট বাড়ানোর দিকে জোর দিচ্ছে সরকার। কারণ দেখা যাচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে দাপট। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়ে তাদের সুপারিশে পরিবর্তন করেছে। হু-র পরামর্শ, বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাদের শেষ বুস্টার ডোজের ১২ মাস পরে অতিরিক্ত ডোজ দেওয়া উচিত। সম্প্রতি কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে করোনা, মাস্ক ফিরল কেরালা-হরিয়ানায়

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে ফের নতুন করে ৫ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। সব মিলিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২ হাজার ৮০০ পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতে বিভিন্ন রাজ্য তাঁদের স্বাস্থ্য দফতরের মাধ্যমে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় ইউপি সরকার বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

এখনও পর্যন্ত করোনা মৃতদের তিন জন গুজরাতের বাসিন্দা, দুজন হিমাচল প্রদেশের। বিহার, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ওডিশা এবং উত্তরপ্রদেশেও এক জন করে করোনা আক্রান্তের প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি, কেরলের যে সংশোধিত হিসেব সামনে এসেছে তাতে নতুন করে আরও এক জনের  মৃত্যুর খবর পাওয়া যায়। অন্য দিকে দেশে মোট আক্রান্তের  সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ছুঁয়ে ফেলেছে। তবে রোগমুক্তির হার এখনও ৯৮.৭৪ শতাংশ।

ফের সারা দেশে টেস্ট বাড়ানোর দিকে জোর দিচ্ছে সরকার। কারণ দেখা যাচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে দাপট। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়ে তাদের সুপারিশে পরিবর্তন করেছে। হু-র পরামর্শ, বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাদের শেষ বুস্টার ডোজের ১২ মাস পরে অতিরিক্ত ডোজ দেওয়া উচিত। সম্প্রতি কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে।