দেশে ঊর্ধ্বমুখী করোনা, বৃহস্পতিবার ১০ হাজারের গণ্ডি পার
ইমামা খাতুন
- আপডেট :
১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা। বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পার করল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১০ হাজার ১৫৮ জন। যেখানে বুধবার সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। একদিনে প্রায় ৩ হাজার সংক্রমণের সংখ্যা বেড়েছে। পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা গত ৭ মাসের রেকর্ড ব্রেক করেছে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮। দৈনিক পজিটিভিটি রেট ৪.৪২ শতাংশ। আর সপ্তাহের নিরিখে দেখতে গেলে এই হার ৪.০২ শতাংশ। তবে ভয় পাওয়ার কিছু নেই, আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার আরও বেশি। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭১ শতাংশ।
তবে দেশের বেশ কিছু রাজ্যে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র সহ আরও অন্যান্য রাজ্য।
বুধবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজারের গণ্ডি পার হয়েছে। গত সাত মাসের গ্রাফ দেখলে বুধবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। দিল্লিতে বর্তমান সময়ে পজিটিভিটি রেট রয়েছে ২৩.৮ শতাংশ।
অন্যদিকে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১১১৫। এই পরিস্থিতিতে এই দুই রাজ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে। করোনা বিধিনিষেধ মেনে চলা ও বুস্টার ডোজ নেওয়ার ওপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।