৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড : ছাড়পত্র পেল দেশি ওষুধ ‘নিরমাকম’

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 118

ছবি- সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ কোভিড মোকাবিলায় দেশি  সংস্থার ওষুধ ‘নিরমাকম’কে ছাড়পত্র দিল হু। বিশ্ব স্বাস্থ  সংস্থার তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ, যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো।

এটি ফাইজারের তৈরি ওরাল  অ্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলে গণ্য করা হয়েছিল।

ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না। নির্মাণ সংস্থা জানিয়েছে, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এবং কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওষুধ খেতে হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড : ছাড়পত্র পেল দেশি ওষুধ ‘নিরমাকম’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কোভিড মোকাবিলায় দেশি  সংস্থার ওষুধ ‘নিরমাকম’কে ছাড়পত্র দিল হু। বিশ্ব স্বাস্থ  সংস্থার তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ, যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো।

এটি ফাইজারের তৈরি ওরাল  অ্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলে গণ্য করা হয়েছিল।

ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না। নির্মাণ সংস্থা জানিয়েছে, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এবং কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওষুধ খেতে হবে।