পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর শুনানির নোটিস ধরানো হল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারকে ভোটাধিকারের প্রমাণ করতে নোটিস দিয়ে তলব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। উত্তর প্রদেশে জন্ম হলেও দীর্ঘদিন ধরে যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার শামি। সূত্রের খবর, তাঁর এনুমারেশন ফর্ম সংক্রান্ত কোনও জটিলতার কারণেই শুনানিতে ডাক হয়েছে তাঁকে।
জন্মসূত্রে মহম্মদ শামি উত্তর প্রদেশের আমরোহার বাসিন্দা হলেও খেলার জন্য দীর্ঘদিন ধরেই কলকাতাতেই বাস করেন তিনি। বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। সেখানকার ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে তারকা পেসারের নাম। সূত্রের খবর, সোমবারই শুনানিতে হাজির হওয়ার কথা ছিল শামির। কিন্তু বাংলার প্রতিনিধিত্ব করতে রাজ্যের বাইরে গিয়েছেন তারকা পেসার। ফলে এদিন হাজির থাকতে পারেননি তিনি। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা হওয়ার।




































