১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির

চামেলি দাস
  • আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 73

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : পাথর প্রতিমায় আবারো গৃহস্থের পুকুরে কুমির, শংকিত গ্রামের মানুষ।পাথরপ্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছে না কোনো ভাবে এলাকাবাসীকে,মাঝেমধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে।আর এই সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে বনদপ্তর।

দক্ষিণ ২৪ পরগনা জেলার  পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরী নগর সংলগ্ন এলাকার খোকন বেরা বৃহস্পতিবার বিকালে পুকুরে নেমে দেখতে পায় পুকুরের মাছ লাফালাফি করছে, পুকুর থেকে উঠে মাছ কেন লাফাচ্ছে লক্ষ্য করতেই চক্ষু চড়ক গাছ, বিশাল একটি  কুমির,আতঙ্কে চিৎকার শুরু করে খোকন বেরা,আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: কৃষকদের বিকাশে গঙ্গাসাগরে কৃষি অভিযান

খবর দেওয়া হয় ভাগবতপুর রেঞ্জের বনদপ্তরের কর্মীদের।কিছু ক্ষণের মধ্যেই  বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেয়, বৃহস্পতিবার  বিকাল থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে। শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় চারটি মেশিন,সকাল ৭টা র মধ্যে পুকুরে জল কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির। জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা। কুমিরটিকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পেই রাখা হবে কুমিরটিকে।কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তাই নিয়ে চিন্তিত বন দপ্তর।

আরও পড়ুন: ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ

গত কয়েকদিন আগে এক মাসের মধ্যে দু দুবার এই পাথর প্রতিমার রাক্ষস খালি এলাকায় একই গৃহস্থের পুকুরে কুমির ঢোকে।দুবার বনদপ্তর কুমির ধরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয়। হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির ঢোকায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগবতপুর রেঞ্জের কর্মীরা এসে কুমিরটি ধরায় খুশি এলাকাবাসী।কিন্তু বারংবার কেন আসছে লোকালয়ের পুকুরে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বন দফতর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : পাথর প্রতিমায় আবারো গৃহস্থের পুকুরে কুমির, শংকিত গ্রামের মানুষ।পাথরপ্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছে না কোনো ভাবে এলাকাবাসীকে,মাঝেমধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে।আর এই সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে বনদপ্তর।

দক্ষিণ ২৪ পরগনা জেলার  পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরী নগর সংলগ্ন এলাকার খোকন বেরা বৃহস্পতিবার বিকালে পুকুরে নেমে দেখতে পায় পুকুরের মাছ লাফালাফি করছে, পুকুর থেকে উঠে মাছ কেন লাফাচ্ছে লক্ষ্য করতেই চক্ষু চড়ক গাছ, বিশাল একটি  কুমির,আতঙ্কে চিৎকার শুরু করে খোকন বেরা,আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: কৃষকদের বিকাশে গঙ্গাসাগরে কৃষি অভিযান

খবর দেওয়া হয় ভাগবতপুর রেঞ্জের বনদপ্তরের কর্মীদের।কিছু ক্ষণের মধ্যেই  বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেয়, বৃহস্পতিবার  বিকাল থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে। শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় চারটি মেশিন,সকাল ৭টা র মধ্যে পুকুরে জল কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির। জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা। কুমিরটিকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পেই রাখা হবে কুমিরটিকে।কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তাই নিয়ে চিন্তিত বন দপ্তর।

আরও পড়ুন: ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ

গত কয়েকদিন আগে এক মাসের মধ্যে দু দুবার এই পাথর প্রতিমার রাক্ষস খালি এলাকায় একই গৃহস্থের পুকুরে কুমির ঢোকে।দুবার বনদপ্তর কুমির ধরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ভাগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয়। হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির ঢোকায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগবতপুর রেঞ্জের কর্মীরা এসে কুমিরটি ধরায় খুশি এলাকাবাসী।কিন্তু বারংবার কেন আসছে লোকালয়ের পুকুরে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বন দফতর।