০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সাক্ষী হতে টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 73

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই গড়াবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এই ট্রেনের প্রথম যাত্রার সাক্ষী হতে চাই প্রায় সকলেই। স্বাভাবিকভাবেই টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়। আবার কেউ কেউ রেলকর্মকর্তাদের অনুরোধ  করছেন এই যাত্রার সাক্ষী থাকতে।

 

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

তাঁদের দাবি, নিঃসন্দেহে এই ধরনের সেমি হাইস্পিড ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। বিপুল টাকা খরচ করে যা যাত্রীরা বিমানে যাতায়াত করেন তাদের একটা অংশ এবার এই ট্রেনযাত্রায় আগ্রহী হবেন। খুশি পর্যটন ব্যবসায়ীরাও।

আরও পড়ুন: আমাদের রক্ত সস্তা নয়: কাশ্মীরে নাগরিক হত্যা নিয়ে সংসদে সরব রশিদ ইঞ্জিনিয়ার

 

আরও পড়ুন: বন্দে ভারতে বাসি গন্ধযুক্ত খাবার সরবরাহ, পরিষেবায় বিরক্ত হয়ে অর্থ ফেরত চাইলেন যাত্রী

এই বিষয়ে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, “নতুন ট্রেন মানেই পর্যটনের উন্নতি। যোগাযোগ ব্যবস্থা ভাল হলেই পর্যটনের উন্নতি হয়। এটা সত্যিই ভাল উদ্যোগ কেন্দ্র সরকারের। এখানে শতাব্দী চলছিলই। তার থেকেও এটা হাইস্পিড ট্রেন। তাই যোগাযোগের একটা নতুন অধ্যায় খুলে দেবে।” যদিও রাজনৈতিক মহলে এই ট্রেন নিয়ে চলছে বিস্তর জলখোলা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সাক্ষী হতে টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই গড়াবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এই ট্রেনের প্রথম যাত্রার সাক্ষী হতে চাই প্রায় সকলেই। স্বাভাবিকভাবেই টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়। আবার কেউ কেউ রেলকর্মকর্তাদের অনুরোধ  করছেন এই যাত্রার সাক্ষী থাকতে।

 

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

তাঁদের দাবি, নিঃসন্দেহে এই ধরনের সেমি হাইস্পিড ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। বিপুল টাকা খরচ করে যা যাত্রীরা বিমানে যাতায়াত করেন তাদের একটা অংশ এবার এই ট্রেনযাত্রায় আগ্রহী হবেন। খুশি পর্যটন ব্যবসায়ীরাও।

আরও পড়ুন: আমাদের রক্ত সস্তা নয়: কাশ্মীরে নাগরিক হত্যা নিয়ে সংসদে সরব রশিদ ইঞ্জিনিয়ার

 

আরও পড়ুন: বন্দে ভারতে বাসি গন্ধযুক্ত খাবার সরবরাহ, পরিষেবায় বিরক্ত হয়ে অর্থ ফেরত চাইলেন যাত্রী

এই বিষয়ে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, “নতুন ট্রেন মানেই পর্যটনের উন্নতি। যোগাযোগ ব্যবস্থা ভাল হলেই পর্যটনের উন্নতি হয়। এটা সত্যিই ভাল উদ্যোগ কেন্দ্র সরকারের। এখানে শতাব্দী চলছিলই। তার থেকেও এটা হাইস্পিড ট্রেন। তাই যোগাযোগের একটা নতুন অধ্যায় খুলে দেবে।” যদিও রাজনৈতিক মহলে এই ট্রেন নিয়ে চলছে বিস্তর জলখোলা।