০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 19

পুবের কলম ওয়েব ডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। ভ্যাপসা গরম থেকে খানিকটা রেহাই পেলেও ভারি বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে সাধারণ জনজীবন। স্কুল কিংবা অফিস যাবার মুহূর্তে বৃষ্টির জেরে খানিকটা অস্বস্তিতে পড়েছে  সাধারণ জনজীবন।

 

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল   ২৬.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৯৩%। উত্তরবঙ্গ জুড়ে গত ২৪ ঘন্টায় বৃষ্টি পাতের পরিমাণ হল

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

১ জলপাইগুড়ি – ৪.৭ মিলিমিটার,  

 

২) আলিপুর দুয়ার – ১৪.২ মিলিমিটার

 

৩) কোচবিহার – ১৩.২ মিলিমিটার

 

৪) শিলিগুড়ি – ৬.৮ মিলিমিটার

 

৫) দার্জিলিং – ৩৮.০৪ মিলিমিটার

 

৬) কালিম্পং – ১৭.৪ মিলিমিটার

 

৭) বাগরাকোট – ৩৩.৯ মিলিমিটার

 

৮) সুখিয়া পোখরি – ০০.০০ মিলিমিটার

 

৯) সেবক – ১৪.২ মিলিমিটার

 

১০) গ্যাংটক – ১০.৬ মিলিমিটার

 

১১) চুংথাম – ৭.৬ মিলিমিটার

 

১২) দামথাং – ৩৩.৮ মিলিমিটার

 

আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার এই চার জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে।

 

শুক্রবার  সকালেও তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। একইসঙ্গে জলঢাকা নদীর উভয় পারে হলুদ  সংকেত জারি রয়েছে। তবে নতুন করে পাহাড়ে তেমন বৃষ্টি না হওয়ায় তিস্তার জলস্তর ধীরে ধীরে কমছে।

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

উল্লেখ্য,পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে তিস্তার জল বেড়ে যায়। ফলে সেচ দফতর  নদীর অসংরক্ষিত এলাকার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা এবং  সংরক্ষিত এলাকায় জারি ছিল হলুদ সংকেত।শুক্রবার সকালে তিস্তা সেচ প্রকল্পের গজল ডোবা থেকে ১৫৫৮ কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। ভ্যাপসা গরম থেকে খানিকটা রেহাই পেলেও ভারি বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে সাধারণ জনজীবন। স্কুল কিংবা অফিস যাবার মুহূর্তে বৃষ্টির জেরে খানিকটা অস্বস্তিতে পড়েছে  সাধারণ জনজীবন।

 

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল   ২৬.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৯৩%। উত্তরবঙ্গ জুড়ে গত ২৪ ঘন্টায় বৃষ্টি পাতের পরিমাণ হল

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

১ জলপাইগুড়ি – ৪.৭ মিলিমিটার,  

 

২) আলিপুর দুয়ার – ১৪.২ মিলিমিটার

 

৩) কোচবিহার – ১৩.২ মিলিমিটার

 

৪) শিলিগুড়ি – ৬.৮ মিলিমিটার

 

৫) দার্জিলিং – ৩৮.০৪ মিলিমিটার

 

৬) কালিম্পং – ১৭.৪ মিলিমিটার

 

৭) বাগরাকোট – ৩৩.৯ মিলিমিটার

 

৮) সুখিয়া পোখরি – ০০.০০ মিলিমিটার

 

৯) সেবক – ১৪.২ মিলিমিটার

 

১০) গ্যাংটক – ১০.৬ মিলিমিটার

 

১১) চুংথাম – ৭.৬ মিলিমিটার

 

১২) দামথাং – ৩৩.৮ মিলিমিটার

 

আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার এই চার জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে।

 

শুক্রবার  সকালেও তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। একইসঙ্গে জলঢাকা নদীর উভয় পারে হলুদ  সংকেত জারি রয়েছে। তবে নতুন করে পাহাড়ে তেমন বৃষ্টি না হওয়ায় তিস্তার জলস্তর ধীরে ধীরে কমছে।

উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বর্তমান আবহাওয়া

উল্লেখ্য,পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে তিস্তার জল বেড়ে যায়। ফলে সেচ দফতর  নদীর অসংরক্ষিত এলাকার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা এবং  সংরক্ষিত এলাকায় জারি ছিল হলুদ সংকেত।শুক্রবার সকালে তিস্তা সেচ প্রকল্পের গজল ডোবা থেকে ১৫৫৮ কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।