০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার হামলা, বিচ্ছিন্ন ইউরোপের বিস্তীর্ণ এলাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার
  • / 20

symbolic picture

পুবের কলম ওয়েবডেস্ক:  ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের বিস্তীর্ণ এলাকা। সাইবার হামলার শিকার হয়েছে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইটালি ও পোল্যান্ডের মতো দেশ।  এর ফলে থমকে গিয়েছে বহু কাজ। সমস্যা পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়ার তরফেই এই সাইবার হামলা চালানো হয়েছে। ইউটেলস্যাট নামে কোম্পানির পক্ষ থেকে  জানানো হয়েছে, ইউরোপের মোট ৪০ হাজার মানুষ ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন।

 

আরও পড়ুন: সাইবার হামলা রুখতে ব্যর্থ ইসরাইল, বিকল বহু সাইট

এদিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিং এর জন্য সরাসরি রাশিয়ার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। আমেরিকার বেশ কয়েকটি শহরও সাইবার হামলার শিকার হয়েছে। কেএ-স্যাট স্যাটেলাইটের আওতায় থাকা ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি জার্মানিতে ৫ হাজার ৮০০ টার্বাইন বন্ধ হয়ে গিয়েছে। মোট ১১ গিগাওয়াটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। সামরিক ও সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।  ইউক্রেন-সহ ইউরোপের বহু মানুষ এখন বিপদের মুখে। তবে রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবার হামলা, বিচ্ছিন্ন ইউরোপের বিস্তীর্ণ এলাকা

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের বিস্তীর্ণ এলাকা। সাইবার হামলার শিকার হয়েছে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইটালি ও পোল্যান্ডের মতো দেশ।  এর ফলে থমকে গিয়েছে বহু কাজ। সমস্যা পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়ার তরফেই এই সাইবার হামলা চালানো হয়েছে। ইউটেলস্যাট নামে কোম্পানির পক্ষ থেকে  জানানো হয়েছে, ইউরোপের মোট ৪০ হাজার মানুষ ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন।

 

আরও পড়ুন: সাইবার হামলা রুখতে ব্যর্থ ইসরাইল, বিকল বহু সাইট

এদিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিং এর জন্য সরাসরি রাশিয়ার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। আমেরিকার বেশ কয়েকটি শহরও সাইবার হামলার শিকার হয়েছে। কেএ-স্যাট স্যাটেলাইটের আওতায় থাকা ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি জার্মানিতে ৫ হাজার ৮০০ টার্বাইন বন্ধ হয়ে গিয়েছে। মোট ১১ গিগাওয়াটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। সামরিক ও সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।  ইউক্রেন-সহ ইউরোপের বহু মানুষ এখন বিপদের মুখে। তবে রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।