০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘ইয়ান’ আছড়ে পড়ল আরও এক মার্কিন প্রদেশে

ইমামা খাতুন
  • আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
  • / 93

পুবের কলম ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়ানের দাপট সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মার্কিন প্রদেশ। সম্প্রতি ফ্লোরিডায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়ান। যার ফলে রীতিমত তছনছ হয়ে যায় ফ্লোরিডা শহর। বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। আর এবার ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানলো দক্ষিণ ক্যারোলিনায়। ওই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। এছাড়াও উত্তর ও দক্ষিণ – দুই ক্যারোলিনার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয় প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের ঢেউ কিছু কিছু জায়গায় সৈকত ছাড়িয়ে রাস্তায় চলে আসে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, যে রকম প্রবল বৃষ্টি হয়েছে, তাতে দক্ষিণ ক্যারোলিনায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

আমেরিকায় বিগত কয়েক বছরে আছড়ে পড়া ঘূর্ণিঝড়গুলির মধ্যে ঘূর্ণিঝড় ইয়ানকেই অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। আটলান্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সর্বাধিক। বুধবার ফ্লোরিডায় ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টার ২৪০ কিলোমিটার।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

এদিকে ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় ‘ইয়ান’ আছড়ে পড়ল আরও এক মার্কিন প্রদেশে

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়ানের দাপট সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মার্কিন প্রদেশ। সম্প্রতি ফ্লোরিডায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়ান। যার ফলে রীতিমত তছনছ হয়ে যায় ফ্লোরিডা শহর। বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। আর এবার ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানলো দক্ষিণ ক্যারোলিনায়। ওই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। এছাড়াও উত্তর ও দক্ষিণ – দুই ক্যারোলিনার উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয় প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের ঢেউ কিছু কিছু জায়গায় সৈকত ছাড়িয়ে রাস্তায় চলে আসে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, যে রকম প্রবল বৃষ্টি হয়েছে, তাতে দক্ষিণ ক্যারোলিনায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

আমেরিকায় বিগত কয়েক বছরে আছড়ে পড়া ঘূর্ণিঝড়গুলির মধ্যে ঘূর্ণিঝড় ইয়ানকেই অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। আটলান্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সর্বাধিক। বুধবার ফ্লোরিডায় ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টার ২৪০ কিলোমিটার।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

এদিকে ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের