এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 211
পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় এবার ঘূর্ণিঝড়ের প্রকোপ। সোমবারই বঙ্গোপসাগরের বুকে জন্ম নিত চলেছে নতুন ঘূর্ণিঝড়। থাইল্যান্ড যার নাম দিয়েছেন ঘূর্ণিঝড় ‘মন্থা’। উৎসবের আবহে শুধুই বৃষ্টির চোখ রাঙানি। থামছে না ঝড়-জল। শীতের পরিবর্তে ফের বাংলার আকাশে জড়ো হয়েছে কালো মেঘ।
কিন্তু কোন জেলায় কতটা বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্য়ে তৈরি হয়ে গিয়েছে। কিন্তু জন্মের পর থেকেই দুর্বল অবস্থা। যার জেরে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণাবতে।
যা সপ্তাহান্তে মিশে যাবে দক্ষিণ-পূর্ব সাগরে। তারপর সেখান থেকেই জন্ম নেবে নতুন নিম্নচাপ। যা রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা এও জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর অর্থাৎ সোমবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহবিদদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি তা সোজাসুজি উপকূলের দিকে এগিয়ে যায়, সেক্ষেত্রে মূলত প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাংলা। কিন্তু তা না ঘটলে? সম্ভবনা রয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তনেরও। যদি তেমনটা হয় তা হলে রক্ষা নেই বললেই চলে।
সমগ্র বাংলাজুড়ে পড়বে প্রভাব। সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গে। বাড়বে ঝড়-জল। অবশ্য, এই ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য দেয়নি মৌসম ভবন। কলকাতার আবহাওয়া শুক্রবার তুলনামূলক ভাবে পরিষ্কার থাকবে শহরের আকাশ।
বৃষ্টিপাতের কোনও সম্ভবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন থাকবে ৪৪ শতাংশ।


















































