০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ঘণ্টায় ১৩০ কিলোমিটার  বেগে ল্যান্ডফল হতে পারে সাইক্লোন মোচার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক ল্যান্ডফলের সময় মোচার সর্বোচ্চ গতিপথ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পুবের কলম, ওয়েবডেস্ক:  ল্যান্ডফলের সময় মোচার সর্বোচ্চ গতিপথ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট নয়। কিন্তু বাংলা সরকারের পক্ষ থেকে মোচা মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হতে পারে। প্রশাসনকে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মৌসম বিভাগের ডিরেক্টর জিকে দাস জানিয়েছেন, কলকাতায় গভীর নিম্নচাপটি ১১ মে ধীরে ধীরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১২ মে, এটি মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন অঞ্চলে একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নিম্নচাপটি দুর্বল হবে ১৩ মে। ১৪ মে বাংলাদেশের কক্সবাজার ও মায়ামারের কিয়াপ্পু’র স্থলভাগে আছড়ে পড়বে। আন্দামান-নিকোবর উপকূলে ১৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কারণে পোর্ট ব্লেয়ারের নৌ-যানগুলি চলাচলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাত্রী এবং পর্যটকরাও ফোন নম্বর 03192 – 245555/232714, টোল ফ্রি নম্বর 18003452714 ডায়াল করে ফিনিক্স বে- জেটিতে ফোন করে তথ্য কাউন্টার থেকে জাহাজের আপডেট/স্ট্যাটাস পেতে পারেন।

আরও পড়ুন: চলতি মাসেই চালু হবে দেশের সব থেকে হাই স্পিড ট্রেন র‍্যাপিডএক্স

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোচার তাণ্ডবে মৃত্যুর সংখ্যা আড়াল করার অভিযোগ মায়ানমার সরকারে বিরুদ্ধে, উত্তপ্ত গোটা দেশ

 

আরও পড়ুন: মায়ানমারে ঘূর্ণিঝড় মোচার তাণ্ডব প্রাণ কেড়েছে বহু রোহিঙ্গা মুসলিমের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ঘণ্টায় ১৩০ কিলোমিটার  বেগে ল্যান্ডফল হতে পারে সাইক্লোন মোচার

আপডেট : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক ল্যান্ডফলের সময় মোচার সর্বোচ্চ গতিপথ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পুবের কলম, ওয়েবডেস্ক:  ল্যান্ডফলের সময় মোচার সর্বোচ্চ গতিপথ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট নয়। কিন্তু বাংলা সরকারের পক্ষ থেকে মোচা মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হতে পারে। প্রশাসনকে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মৌসম বিভাগের ডিরেক্টর জিকে দাস জানিয়েছেন, কলকাতায় গভীর নিম্নচাপটি ১১ মে ধীরে ধীরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১২ মে, এটি মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন অঞ্চলে একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নিম্নচাপটি দুর্বল হবে ১৩ মে। ১৪ মে বাংলাদেশের কক্সবাজার ও মায়ামারের কিয়াপ্পু’র স্থলভাগে আছড়ে পড়বে। আন্দামান-নিকোবর উপকূলে ১৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কারণে পোর্ট ব্লেয়ারের নৌ-যানগুলি চলাচলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাত্রী এবং পর্যটকরাও ফোন নম্বর 03192 – 245555/232714, টোল ফ্রি নম্বর 18003452714 ডায়াল করে ফিনিক্স বে- জেটিতে ফোন করে তথ্য কাউন্টার থেকে জাহাজের আপডেট/স্ট্যাটাস পেতে পারেন।

আরও পড়ুন: চলতি মাসেই চালু হবে দেশের সব থেকে হাই স্পিড ট্রেন র‍্যাপিডএক্স

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোচার তাণ্ডবে মৃত্যুর সংখ্যা আড়াল করার অভিযোগ মায়ানমার সরকারে বিরুদ্ধে, উত্তপ্ত গোটা দেশ

 

আরও পড়ুন: মায়ানমারে ঘূর্ণিঝড় মোচার তাণ্ডব প্রাণ কেড়েছে বহু রোহিঙ্গা মুসলিমের