পুবের কলম ওয়েবডেস্কঃ গোটা দেশ জুড়ে এখনও দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। তবে এই বিশাল দেশে কোথাও সংক্রমণের তীব্রতা সামান্য কমলেও একই সঙ্গে রয়েছে তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি।
তার মধ্যেই দেশজুড়ে চলছে টিকাকরণ। শুক্রবার দৈনিক টিকাকরণে রেকর্ড গড়লো ভারত। পুরো বিষয়টি নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন “রেকর্ড টিকাকরণ আজ। এক কোটি ছুঁল। স্মরণীয় দিন। যাঁরা টিকা নিচ্ছেন তাঁদেরকেও শুভেচ্ছা। যাঁরা এই টিকাকরণকে সফলতার জায়গায় নিয়ে গিয়েছেন তাঁদেরকেও প্রশংসা করছি। ’
এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ঐতিহাসিক ৯০ লক্ষ টিকাকরণের গণ্ডি স্পর্শ করেছে ভারত। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এবার ভারত দৈনিক টিকাকরণের নিরিখে এক কোটির গন্ডিকেও ছুঁয়ে ফেলল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যে হারে চলছে টিকাকরণের গতি তাতে যে ভারত অচিরেই কোভিড জয়ী দেশে পরিনত হবে তা বলার অপেক্ষা রাখেনা।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দেশে দৈনিক টিকাকরণ এক কোটি ছুঁল, টুইট করলেন প্রধানমন্ত্রী
-
সুস্মিতা - আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার
- 55
সর্বধিক পাঠিত




























