দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 198
পুবের কলম ওয়েবডেস্ক: দেশজুড়ে দলিত সম্প্রদায়ের ওপর উদ্বেগজনক ভাবে বাড়ছে আক্রমণ ও নির্যাতন। মাথা চাড়া দিয়েছে জাতি বিদ্বেষও। এবার প্রকাশ্যে এলো যোগী রাজ্যে জাতি বিদ্বেষের ঘটনা। জানা গিয়েছে, দলিত বলে এক যুবককে মন্দিরে ঢুকতেই দিল না উচ্চ বর্ণের হিন্দুরা। উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকার লোধেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ২৭ বছরের দলিত যুবক শৈলেন্দ্রর। মন্দির চত্বরে প্রবেশ করতেই তার পথ আটকে দেওয়া হয়। দলিত বলে তাকে আর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শৈলেন্দ্রের দাবি, মন্দিরে প্রবেশ করতেই তাকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। এমনকি তাকে মারধর করে মন্দির থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগ, শৈলেন্দ্রর মন্দিরে পুজো দিতে গেলে তাকে শারীরিকভাবে হেনস্থা ও নির্যাতন করে মন্দিরের পুরোহিত আদিত্য তিওয়ারি ও তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, শারীরিক হেনস্থা করার পর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। প্রথমে শৈলেন্দ্রকে প্রাথমিক চিকিৎসার জন্য রামনগরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আঘাতের কারণে তাঁকে বারাবাঁকি জেলা হাসপাতালে রেফার করা হয়। আদিত্য তিওয়ারি, অখিল তিওয়ারি এবং শুভম তিওয়ারির সহ বেশকয়েক জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে দলিত যুবক। শৈলেন্দ্রর দাবি করেছে, অভিযুক্তরা একটি ধাতব পাত্র এবং একটি ঘণ্টা সহ মন্দিরের জিনিসপত্র ব্যবহার করে তাকে আক্রমণ করেছিল।
পাল্টা ওই যুবকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে মন্দিরের পুরোহিত। শৈলেন্দ্রর সব অভিযোগ উড়িয়ে মন্দিরের পুরোহিত বলেন, “আমার ছেলে ও পুত্রবধূ প্রার্থনা করছিল। সেই সময় সে (শৈলেন্দ্র) আমার পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা করে। আমার ছেলে এর বিরোধিতা করলে সে তাকে মারধর ও গালিগালাজ শুরু করে। এই ঘটনার সাথে জাতপাতের কোনও সম্পর্ক নেই।” পুরোহিতের দাবি, দৈনন্দিন দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা মন্দিরে পুজো দিতে আসেন।
এবিষয়ে রামনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনিল কুমার পাণ্ডে বলেন, “দু’পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”