১২ বছর পর দামেস্কে ফের খুলল তুর্কি দূতাবাস

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার
- / 25
দামেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। ২০১১ সালে তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়। ১২ বছর বন্ধ থাকার পর শনিবার দূতাবাসটি আবার কাজ শুরু করে। সিরিয়ার সঙ্কট তীব্র হওয়ার পরে ২০১২ সালের ২৬ মার্চ দামেস্ক শহরের রাওদা স্কয়ারের কাছে অবস্থিত দূতাবাস তার কার্যক্রম স্থগিত করে। সে সময় আরো অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। মিশন বন্ধ হওয়ার পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যায়। বাশার আল-আসাদের সরকারের পতনের পর দামেস্কে তুর্কি দূতাবাস পুনরায় চালু করা হল। আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে সিরিয়ার কনস্যুলেট জেনারেল কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।