ভয়াবহ ভূমিধস সুদানে, নিহত ১০০০এর বেশি

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 89
পুবের কলম ওয়েবডেস্ক : ভয়াবহ ভূমিধস সুদানে। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। নিহতের সংখ্যা ১০০০ এরও বেশি। জীবিত মাত্র একজন। বিগত কয়েকদিন থেকে লাগাতার বর্ষনের জেরে এই দুর্যোগ ঘটেছে। এই দুর্যোগের কবলে পড়ে তারসিন গ্রাম পুরো ধ্বংস হয়ে গিয়েছে।
বিভিন্ন সাহায্য সংস্থার কাছে সাহয্য প্রার্থনা করেছে সুদান। ইতিমধ্যেই সুদান খানিকটা মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার কারণ হল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাচপিড সাপোর্ট ফোর্স একপ্রকার যুদ্ধে জড়িয়েছে। দারফুরের সেনাবাহিনী কর্তৃক মোতায়েন গভর্নর মিন্নি মিন্নাউই জানিয়েছেন, তাঁরা আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রগুলোকে আবেদন করেছেন।
এর আগে ২০২৩-এ সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও প্রাক্তন ডেপুটি আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার এক লড়াই শুরু হয়েছিল। আর তার জেরেই তখন থেকেই বিধ্বস্ত ছিল সুদান। ক্ষমতা প্রদর্শনের জেরে ধারাবাহিক আক্রমণের ফলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। আর কয়েক লক্ষ্য মানুষ বাস্তুছাড়া হয়েছেন।
এই যুদ্ধের ফলে উত্তর পূর্ব আফ্রিকান দেশের পুরো অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ঘটনাকে জাতিসংঘ বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ঘটনা হিসেবে স্বীকৃতি দিয়েছে।