১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজার রক্তাক্ত আকাশে মৃত্যুমিছিল, নিহত ছুঁল ৫৫ হাজার

আবুল খায়ের
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 128

পুবের কলম,ওয়েব ডেস্কঃ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলের নির্মম আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৯২৭ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ৩৮৮ জন। এর ফলে ইসরাইলি হামলায় আহতের মোট সংখ্যা ১,২৬,৬১৫-এ পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছে, যেগুলোর কাছে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা। মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়া এই অঞ্চল কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

গত ১৮ মার্চ থেকে ইসরাইল ফের হামলা শুরু করে, ভেঙে দেয় জানুয়ারিতে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। এরপর থেকে নতুন করে আরও ৪,৬৪৯ জন নিহত এবং ১৪,৫৭৪ জন আহত হয়েছেন।

এই নির্মমতা আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেও ইসরাইল গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে।

ফিলিস্তিনের গাজা, এক সময়ের জনবহুল উপত্যকা, এখন শুধুই ধ্বংস, শোক আর অগণিত মানুষের কান্নায় ভরে গেছে। যেখানে একটিও নিরাপদ আশ্রয় নেই;না শিশুদের জন্য, না নারীদের, না বৃদ্ধদের। বিশ্ব যখন মানবাধিকারের কথা বলে, তখন গাজায় মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে ইসরাইলের বোমায়, নির্লজ্জ নীরবতায় আন্তর্জাতিক সমাজের।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজার রক্তাক্ত আকাশে মৃত্যুমিছিল, নিহত ছুঁল ৫৫ হাজার

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েব ডেস্কঃ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলের নির্মম আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৯২৭ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ৩৮৮ জন। এর ফলে ইসরাইলি হামলায় আহতের মোট সংখ্যা ১,২৬,৬১৫-এ পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছে, যেগুলোর কাছে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা। মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়া এই অঞ্চল কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

গত ১৮ মার্চ থেকে ইসরাইল ফের হামলা শুরু করে, ভেঙে দেয় জানুয়ারিতে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। এরপর থেকে নতুন করে আরও ৪,৬৪৯ জন নিহত এবং ১৪,৫৭৪ জন আহত হয়েছেন।

এই নির্মমতা আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেও ইসরাইল গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে।

ফিলিস্তিনের গাজা, এক সময়ের জনবহুল উপত্যকা, এখন শুধুই ধ্বংস, শোক আর অগণিত মানুষের কান্নায় ভরে গেছে। যেখানে একটিও নিরাপদ আশ্রয় নেই;না শিশুদের জন্য, না নারীদের, না বৃদ্ধদের। বিশ্ব যখন মানবাধিকারের কথা বলে, তখন গাজায় মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে ইসরাইলের বোমায়, নির্লজ্জ নীরবতায় আন্তর্জাতিক সমাজের।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।