১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

পুবের কলম, ওয়েবডেস্ক :  তীব্র দহনে পুড়ছে গোটা দেশ। তাপপ্রবাহের জেরে মৃত্যু মিছিল উত্তরপ্রদেশ ও বিহারে। উত্তরভারতে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে চলছে। যার জেরে দুই রাজ্যের অধিকাংশ ষাটোর্ধ্ব ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, গত ৩ দিনে তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৪ জন উত্তরপ্রদেশের ও ৪৪ জন বিহারের।

উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে গত ৩ দিনে ৪০০-র বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগেরই। এদের মধ্যে ৫৪ জন গত তিনদিনে মারা গেছে। বালিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার বলেছেন, জেলাটিতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সকল ব্যক্তিই কোনও না কোনও রোগে ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে হয়েছে। উত্তরপ্রদেশের ডেপুটি সিএম ব্রজেশ পাঠক মৃত্যুর কারণ জানতে বালিয়ায় দুই সদস্যের একটি দল পাঠিয়েছেন।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) দিবাকর সিং, সাংবাদিকদের জানিয়েছেন, রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হাসপাতালে ফ্যান, কুলার, এয়ার কন্ডিশন বসানো হয়েছে। রোগীর ভিড়ের কারণে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে প্রশাসন হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ দিবাকর সিংকে তার পদ থেকে বরখাস্ত করেছে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

 

মৌসম ভবন জানাচ্ছে, গত কয়েকদিন ধরেই বালিয়া জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। গত ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বিহারে। এর মধ্যে ৩৫ জন পটনার বাসিন্দা। বাকি ৯ জন অন্যান্য জেলার। শনিবার বিহারের ১১টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। অন্যদিকে পটনায় তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

এদিকে পটনায় জুনের ২৪ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল সহ শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৌসম ভবন ১৮ ও ১৯ জুন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ঔরঙ্গাবাদ, রোহতাস, ভোজপুর, বক্সার, কাইমুর জেলায় লাল সতর্কতা ও আরওয়াল, পটনা, বেগুসরাই, খাগারিয়া, নালন্দা, বাঙ্কা, শেখপুরা, জামুই, লক্ষ্মীসরাইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বা চম্পারণ, গয়া, ভাগলপুর, জেহানাবাদে জারি আছে হলুদ সতর্কতা। অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার স্কুলে গরমের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে বিদর্ভ এবং ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। ওড়িশা, ঝাড়খণ্ড, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তর প্রদেশেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

 

 
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক :  তীব্র দহনে পুড়ছে গোটা দেশ। তাপপ্রবাহের জেরে মৃত্যু মিছিল উত্তরপ্রদেশ ও বিহারে। উত্তরভারতে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে চলছে। যার জেরে দুই রাজ্যের অধিকাংশ ষাটোর্ধ্ব ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, গত ৩ দিনে তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৪ জন উত্তরপ্রদেশের ও ৪৪ জন বিহারের।

উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে গত ৩ দিনে ৪০০-র বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগেরই। এদের মধ্যে ৫৪ জন গত তিনদিনে মারা গেছে। বালিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার বলেছেন, জেলাটিতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সকল ব্যক্তিই কোনও না কোনও রোগে ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে হয়েছে। উত্তরপ্রদেশের ডেপুটি সিএম ব্রজেশ পাঠক মৃত্যুর কারণ জানতে বালিয়ায় দুই সদস্যের একটি দল পাঠিয়েছেন।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) দিবাকর সিং, সাংবাদিকদের জানিয়েছেন, রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হাসপাতালে ফ্যান, কুলার, এয়ার কন্ডিশন বসানো হয়েছে। রোগীর ভিড়ের কারণে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে প্রশাসন হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ দিবাকর সিংকে তার পদ থেকে বরখাস্ত করেছে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

 

মৌসম ভবন জানাচ্ছে, গত কয়েকদিন ধরেই বালিয়া জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। গত ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বিহারে। এর মধ্যে ৩৫ জন পটনার বাসিন্দা। বাকি ৯ জন অন্যান্য জেলার। শনিবার বিহারের ১১টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। অন্যদিকে পটনায় তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ ও বিহারে মৃত্যুমিছিল, প্রাণহানি ৯৮ জনের

এদিকে পটনায় জুনের ২৪ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল সহ শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৌসম ভবন ১৮ ও ১৯ জুন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ঔরঙ্গাবাদ, রোহতাস, ভোজপুর, বক্সার, কাইমুর জেলায় লাল সতর্কতা ও আরওয়াল, পটনা, বেগুসরাই, খাগারিয়া, নালন্দা, বাঙ্কা, শেখপুরা, জামুই, লক্ষ্মীসরাইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বা চম্পারণ, গয়া, ভাগলপুর, জেহানাবাদে জারি আছে হলুদ সতর্কতা। অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার স্কুলে গরমের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে বিদর্ভ এবং ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। ওড়িশা, ঝাড়খণ্ড, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তর প্রদেশেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।