২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মার্চ ২০২৪, সোমবার
  • / 1

হাসপাতালে আহতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি-সন্দীপ সাহা)

পুবের কলম, ওয়েবডেস্ক:  গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে প্রশাসনের আশঙ্কা সত্যি করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সেই সঙ্গে ধবংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন আটকে থাকার খবর রয়েছে। আটকদের সংখ্যা ৪-৫ জন বলা হলেও, সংখ্যা আরও বেশি বলেই অনুমান করা হচ্ছে। কারণ স্থানীয়দের দাবি, বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। মৃতেরা হলেন শামা বেগম (৪৪), হাসিনা খাতুন (৫৫), রিজওয়ান আলম (২২), আকবর আলি (৩৪), মহম্মদ ওয়াসিক, মহম্মদ ইমরান এবং রমজান আলি। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে সহ এসএসকেএম হাসপাতালে আহত থেকে গুরুতর আহতদের চিকিৎসা চলছে। আজ সকালে গার্ডেনরিচের স্থানীয় হাসপাতালে ২ মহিলা প্রাণ হারান। পরে এসএসকেএম হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত-আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন আহতদের দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে প্রশাসনের আশঙ্কা সত্যি করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সেই সঙ্গে ধবংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন আটকে থাকার খবর রয়েছে। আটকদের সংখ্যা ৪-৫ জন বলা হলেও, সংখ্যা আরও বেশি বলেই অনুমান করা হচ্ছে। কারণ স্থানীয়দের দাবি, বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। মৃতেরা হলেন শামা বেগম (৪৪), হাসিনা খাতুন (৫৫), রিজওয়ান আলম (২২), আকবর আলি (৩৪), মহম্মদ ওয়াসিক, মহম্মদ ইমরান এবং রমজান আলি। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে সহ এসএসকেএম হাসপাতালে আহত থেকে গুরুতর আহতদের চিকিৎসা চলছে। আজ সকালে গার্ডেনরিচের স্থানীয় হাসপাতালে ২ মহিলা প্রাণ হারান। পরে এসএসকেএম হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত-আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন আহতদের দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়।