১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭০, তদন্তে  জাতীয় মানবাধিকার কমিশন

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিহার বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০। গত  শনিবার আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, বিহারে মদ নিষেধাজ্ঞা করার পর এই প্রথম বিষমদে এত মৃত্যুর ঘটনা ঘটলো। বিষমদ খেয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা  প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে রয়েছে বিহার। এবার সম্পূর্ণ   বিষয়টি খতিয়ে দেখার  সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এদিন কমিশনের ঊর্ধ্বতন আধিকারিক আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে কমিশনের একটি দল ছাপরায় যাবে। এবং তারা ঘুরে দেখবে হাসপাতাল গুলি। সেখানে অসুস্থদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা তাও দেখবে তারা।

এছাড়াও অসুস্থদের সুবিদার্থে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে তাও খতিয়ে দেখবে তারা। তাছাড়া বিষমদ উৎপাদন  রুখতে সরকারের ভূমিকা কতটুকু তাও দেখা হবে। কমিশনের ওই দলটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবে, সরকার এই বিষমদ উৎপাদনের ডেরাগুলি ধ্বংস ও সার্বিক ভাবে বিষমদ উৎপাদন বন্ধ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও উল্লেখ্য, বিহারের সারান জেলায় ভয়াবহ বিষমদ খেয়ে গত কয়েকদিনে বহুজন অসুস্থ হয়ে পরে।ফলে  মৃতের সংখ্যা হু হু  করে বাড়তে থাকে। একদিকে ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। অন্যদিকে বিষমদ কাণ্ডে  সরকারের ভূমিকা কতটুকু তা দেখতে রাজ্যে তদন্ত করতে যাবে জাতীয় মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, বিহারে গত ২০১৬ সাল থেকে নিষিদ্ধ রয়েছে মদ্যপান। তারপরও কী করে এই পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে প্রশ্ন তোলে বিহারের বিজেপি। বিজেপি নেতারদের তোপের মুখে বিধানসভায় তোলপাড় শুরু হয়। এদিকে, নীতীশ সরকারের প্রতি তোপ দেগে বিরোধীরা এই ইস্যুতে নানান সওয়াল তুলে ধরে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

২৪ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার আশঙ্কা, যুদ্ধের মুখে তেহরান-ওয়াশিংটন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭০, তদন্তে  জাতীয় মানবাধিকার কমিশন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিহার বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০। গত  শনিবার আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, বিহারে মদ নিষেধাজ্ঞা করার পর এই প্রথম বিষমদে এত মৃত্যুর ঘটনা ঘটলো। বিষমদ খেয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা  প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে রয়েছে বিহার। এবার সম্পূর্ণ   বিষয়টি খতিয়ে দেখার  সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এদিন কমিশনের ঊর্ধ্বতন আধিকারিক আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে কমিশনের একটি দল ছাপরায় যাবে। এবং তারা ঘুরে দেখবে হাসপাতাল গুলি। সেখানে অসুস্থদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা তাও দেখবে তারা।

এছাড়াও অসুস্থদের সুবিদার্থে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে তাও খতিয়ে দেখবে তারা। তাছাড়া বিষমদ উৎপাদন  রুখতে সরকারের ভূমিকা কতটুকু তাও দেখা হবে। কমিশনের ওই দলটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবে, সরকার এই বিষমদ উৎপাদনের ডেরাগুলি ধ্বংস ও সার্বিক ভাবে বিষমদ উৎপাদন বন্ধ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও উল্লেখ্য, বিহারের সারান জেলায় ভয়াবহ বিষমদ খেয়ে গত কয়েকদিনে বহুজন অসুস্থ হয়ে পরে।ফলে  মৃতের সংখ্যা হু হু  করে বাড়তে থাকে। একদিকে ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। অন্যদিকে বিষমদ কাণ্ডে  সরকারের ভূমিকা কতটুকু তা দেখতে রাজ্যে তদন্ত করতে যাবে জাতীয় মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, বিহারে গত ২০১৬ সাল থেকে নিষিদ্ধ রয়েছে মদ্যপান। তারপরও কী করে এই পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে প্রশ্ন তোলে বিহারের বিজেপি। বিজেপি নেতারদের তোপের মুখে বিধানসভায় তোলপাড় শুরু হয়। এদিকে, নীতীশ সরকারের প্রতি তোপ দেগে বিরোধীরা এই ইস্যুতে নানান সওয়াল তুলে ধরে।