গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দিলেন দেব

- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ গরু পাচার কাণ্ডে দেবকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল সাংসদ, অভিনেতা দেব। সূত্রের খবর প্রায় পাঁচদফা জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে একাধিক সাক্ষীর বয়ান নিয়েছে সিবিআই। সেই সাক্ষ্য থেকে উঠে এসেছে দেবের নাম। তার পরেই অভিনেতা,সাংসদকে ডেকে পাঠায় সিবিআই। সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামূল দেবকে উপহার দিয়েছিল। দেবের হাত দিয়ে টলিউডে টাকা পাঠানো হয়েছিল। এই বিষয় জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে খবর।
সম্প্রতি গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয় অভিনেতা, তৃণমূল সাংসদ দেবকে। ১৫ ফেব্রুয়ারি দেবকে হাজিরার নোটিশ পাঠানো হয়। সেই নির্দেশিকা অনুযায়ী আজ নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তার আগে তিনি একাধিকবার কোর্টে জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।