‘গুজব’ ছড়ানো হচ্ছে, বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত বিবেচনাধীন: সাফ জানাল সুপ্রিমকোর্ট

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 129
নয়াদিল্লি, ২২ মার্চ: বিপুল টাকা উদ্ধার বিতর্কের মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই তথ্য এবং খবর ভুল বলে সাফ জানাল দেশের শীর্ষ আদালত। সংবাদমাধ্যমের সমালোচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিষয়টি নিয়ে ‘ভুল তথ্য’ এবং ‘গুজব ছড়ানো’ উচিত নয়। যদিও বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি আদালত।
শীর্ষ আদালতের অতিরিক্ত রেজিস্ট্রার তথা জনসংযোগ আধিকারিক রাকেশ শর্মা এক বিবৃতিতে বলেছেন, “বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের ঘটনা নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির বিষয়টি এখনও সুপ্রিম কলেজিয়ামের কাছে বিবেচনাধীন রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে।” তবে কী বিষয়ে তদন্ত করা হয়েছে তা জানানো হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আগুন লাগে হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লেগেছিল। সেই সময় বিচারপতি নিজের বাড়িতে ছিলেন না। এই আবহে তাঁর পরিবারের সদস্যরা দমকলকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর সময় টাকার পাহাড় দেখতে পায়। দমকল কর্মীরাই খবর দেন পুলিশে। তারা টাকাগুলিকে উদ্ধার করে। দেশজুড়ে ছড়িয়ে পরে তীব্র বিতর্ক। তড়িঘড়ি পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশ দেয় শীর্ষ আদালত। এবার এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে বিরক্তি প্রকাশ করল আদালত।