ছন্দে ফিরছে দিল্লি বিমানবন্দর

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 104
পুবের কলম ওয়েবডেস্ক: দুই পড়শির মধ্যে যুদ্ধ-উত্তেজনা কমেছে। চাপানউতোরের মাঝেই ছন্দে ফিরছে কাশ্মীর ও সীমান্তবর্তী এলাকা। এই প্রেক্ষিতে দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, তাদের দৈনন্দিন ফ্লাইট যাত্রা স্বাভাবিক হয়েছে। তবে কিছু ফ্লাইট এবং সিকিউরিটি চেকপয়েন্টের সময় পরিবর্তন করা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে বিমানবন্দরগুলিতে যে উন্নত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেটা এখনও জারি রয়েছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক ট্যুইটবার্তায় বলেছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। এটি দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। সাধারণত এই বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় ১,৩০০ ফ্লাইট ওঠানামা করে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে দেশের প্রতিটি বিমানবন্দরে জারি করা হয়েছিল সতর্কতা। তবে শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। তারপর থেকে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। যদিও পাকিস্তান সংঘর্ষ বিরতির পরও ফের ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় আক্রমণ করে। তাদের উপযুক্ত জবাব দিয়ে সমস্ত ধরনের হামলাকে ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। ফের একবার মুখ থুবড়ে পড়ে পাকিস্তান আর্মি।
কী বলা হয়েছে অ্যাডভাইজ়ারিতে?
ওই ট্রাভেল অ্যাডভাইজ়ারিতে জানানো হয়েছে, বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তন করা হতে পারে। তাই যাত্রীদের নির্দিষ্ট সংস্থার কাছে তথ্য নিয়ে বিমানবন্দরে আসার আবেদন করা হয়েছে। সেই সঙ্গেই সময় হাত নিয়ে তাঁদের আসতে বলা হয়েছে বিমানবন্দরে।
Passenger Advisory issued at 13:36 Hours#DelhiAirport #PassengerAdvisory #DELAdvisory pic.twitter.com/5PabwcVh6B
— Delhi Airport (@DelhiAirport) May 11, 2025