১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল, সেই সঙ্গে দিল্লি-প্যারিসগামী আরও একটি বিমান বাতিল

চামেলি দাস
  • আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 148

পুবের কলম ওয়েবডেস্ক:  বিমান বিভ্রাট! ফের আমদাবাদ-লন্ডনগামী বিমানে বিভ্রাট। মঙ্গলবার আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। যার জেরে বাতিল করা হয় বিমানটিকে। যাত্রীদের রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

অন্যদিকে দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানও বাতিল করা হয়েছে বলে খবর। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “১৭ জুন দিল্লি থেকে প্যারিসগামী বিমান এআই১৪৩ বাতিল করা হয়েছে। টেক অফের আগের পরীক্ষায় বিমানটিতে একটি সমস্যা ধরা পড়ে। প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরে রাতে চলাচলের উপর বিধিনিষেধ থাকায় বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা হোটেলে থাকার ব্যবস্থা করেছি। যাত্রীরা টিকিট বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে।”

সোমবার মাঝরাতে সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। টেক অফের সময় বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরিক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরই বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০ এলআর টুইন ইঞ্জিন জেট বিমানটি।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানে। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

প্রসঙ্গত, আমদাবাদ দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটে বিমানটি। আমদাবাদের দুর্ঘটনার পর থেকেই বিমানযাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল, সেই সঙ্গে দিল্লি-প্যারিসগামী আরও একটি বিমান বাতিল

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বিমান বিভ্রাট! ফের আমদাবাদ-লন্ডনগামী বিমানে বিভ্রাট। মঙ্গলবার আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। যার জেরে বাতিল করা হয় বিমানটিকে। যাত্রীদের রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

অন্যদিকে দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানও বাতিল করা হয়েছে বলে খবর। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “১৭ জুন দিল্লি থেকে প্যারিসগামী বিমান এআই১৪৩ বাতিল করা হয়েছে। টেক অফের আগের পরীক্ষায় বিমানটিতে একটি সমস্যা ধরা পড়ে। প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরে রাতে চলাচলের উপর বিধিনিষেধ থাকায় বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা হোটেলে থাকার ব্যবস্থা করেছি। যাত্রীরা টিকিট বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে।”

সোমবার মাঝরাতে সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। টেক অফের সময় বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরিক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরই বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০ এলআর টুইন ইঞ্জিন জেট বিমানটি।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানে। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

প্রসঙ্গত, আমদাবাদ দুর্ঘটনার পরদিনই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটে বিমানটি। আমদাবাদের দুর্ঘটনার পর থেকেই বিমানযাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা